পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় ৪টি জোনাল অফিস, ৩টি সাব-জোনাল অফিস এবং ১৭টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে ৭টি এলাকায় বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় ২৫ মার্চ ১৯৮৫ সালে ।[১][২]
পিরোজপুর পবিস | |
নীতিবাক্য | সবার জন্য বিদ্যুৎ |
---|---|
গঠিত | ২৫ মার্চ ১৯৮৫ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | পিরোজপুর জেলা |
অবস্থান |
|
যে অঞ্চলে | পিরোজপুর জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
অনুমোদন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | http://pbs.pirojpur.gov.bd/ |
ইতিহাস
সম্পাদনাপিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধন পায় ২৫ মার্চ ১৯৮৫ সালে এবং যাত্রা শুরু হয় ০৮ মে ১৯৮৬ সালে। এ সমিতির অধীনে ১১টি উপজেলা,, ১০০৮টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর মরিচাল, হুলারহাট, পিরোজপুর জেলায় অবস্থিত।[১]
অফিসসমূহ
সম্পাদনাএ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা অফিসগুলো হচ্ছেঃ
জোনাল অফিসসমূহ
- স্বরূপকাঠী জোনাল অফিস
- নাজিরপুর জোনাল অফিস
- পাথরঘাটা জোনাল অফিস
- মঠবাড়িয়া জোনাল অফিস।[১]
সাব-জোনাল অফিসসমূহ
সম্পাদনা- ভাণ্ডারিয়া সাব জোনাল অফিস
- জগন্নাথকাঠী সাব জোনাল অফিস
- বামনা সাব জোনাল অফিস।[১]
অভিযোগকেন্দ্র সমূহ
পবিস সদর দপ্তর | ০১৭৬৯-৪০১৭২৪ | সাফা অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০১৭৪০ |
ভান্ডারিয়া সাব-জোনাল অফিস | ০১৭৬৯-৪০১৭২৫ | বৈঠাকাটা অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০২৩১৬ |
নাজিরপুর অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০১৭২৬ | সাপলেজা অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০৭১২৮ |
বালিপাড়া অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০১৭২৭ | ডৌয়াতলা অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০৭১৪৭ |
কাউখালী অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০১৭২৮ | লেমুয়া অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০৭১৯৪ |
সাচিয়া অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯৪০১৭২৯ | তারাবুনিয়া অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০৭৩৪৫ |
স্বরূপকাঠী জোনাল অফিস | ০১৭৬৯-৪০১৭৩০ | পাড়েরহাট অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০৭৩৪৬ |
জগন্নাথকাঠী এরিয়া অফিস | ০১৭৬৯-৪০১৭৩১ | হোগলা বেতগা অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০৭৯৪৯ |
করফা অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০১৭৩২ | ইকড়ি অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০৭৪৫৭ |
মঠবাড়িয়া জোনাল অফিস | ০১৭৬৯-৪০১৭৩৭ | পাথরঘাটা জোনাল অফিস | ০১৭৬৯-৪০১৭৩৯ |
বামনা অভিযোগ কেন্দ্র | ০১৭৬৯-৪০১৭৩৮ | চর দুয়ানী অভিযোগ কেন্দ্র | ০১৭০৪১০৬৫৫১ |
গ্রাহক সংখ্যা
সম্পাদনাপিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর প্রায় ৫,০৭, ৪৪১ জন গ্রাহক রয়েছে।[১]
অন্যান্য তথ্য
সম্পাদনা- মোট আয়তন: ২৮৫৭.৬৬ বর্গকিলোমিটার
- সিষ্টেম লস: ১২.১৯%।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পিরোজপুর"। pbs.pirojpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২০।
- ↑ "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"। www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২১।