পিটার হেইন
পিটার স্যামুয়েল হেইন (ইংরেজি: Peter Heine; জন্ম: ২৮ জুন, ১৯২৮ - মৃত্যু: ৪ ফেব্রুয়ারি, ২০০৫) কোয়াজুলু-নাটাল প্রদেশের উইন্টারটন এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৫ থেকে ১৯৬২ সময়কালে চৌদ্দ টেস্টে অংশগ্রহণ করেছেন পিটার হেইন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | পিটার স্যামুয়েল হেইন | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | উইন্টারটন, কোয়াজুলু-নাটাল, দক্ষিণ আফ্রিকা | ২৮ জুন ১৯২৮|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ৪ ফেব্রুয়ারি ২০০৫ প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা | (বয়স ৭৬)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৯৩) | ২৩ জুন ১৯৫৫ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২ ফেব্রুয়ারি ১৯৬২ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ নভেম্বর ২০১৭ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গটেং ও অরেঞ্জ ফ্রি স্টেট দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে ভূমিকা রাখতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাপ্রথম-শ্রেণীর ক্রিকেটে ২১.৩৮ গড়ে ২৭৭ উইকেট পেয়েছেন। তন্মধ্যে, ১৯৫৪-৫৫ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেটের সদস্য থাকাকালে ওয়েলকোমে ট্রান্সভালের বিপক্ষে ৮/৯২ পেয়েছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৯৫১-৫২ মৌসুমে নর্থ-ইস্টার্ন ট্রান্সভাল, ১৯৫৩-৫৪ ও ১৯৫৪-৫৫ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেট ও ১৯৫৫-৫৬ থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেন তিনি।
১৯৫৫ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার।[১] ঐ টেস্টের প্রথম ইনিংসে পাঁচ-উইকেট দখল করে সবিশেষ কৃতিত্বের পরিচয় দেন। নিল অ্যাডককের সাথে চমৎকার বোলিং জুটি গড়েন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাপ্রিটোরিয়ার একটি ব্যক্তিমালিকানাধীন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়ায় বন্ধ হয়ে ৪ ফেব্রুয়ারি, ২০০৫ তারিখে পিটার হেইনের দেহাবসান ঘটে। তার ভাই ববি হেইন মিলার টেনিস খেলোয়াড় ছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "2nd Test: England v South Africa at Lord's, Jun 23-27, 1955"। espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৮।
আরও দেখুন
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে পিটার হেইন (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে পিটার হেইন (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- The Dutchman and the Avalanche Retrieved 2012-11-13