পিটার হেইন

ক্রিকেটার

পিটার স্যামুয়েল হেইন (ইংরেজি: Peter Heine; জন্ম: ২৮ জুন, ১৯২৮ - মৃত্যু: ৪ ফেব্রুয়ারি, ২০০৫) কোয়াজুলু-নাটাল প্রদেশের উইন্টারটন এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৫ থেকে ১৯৬২ সময়কালে চৌদ্দ টেস্টে অংশগ্রহণ করেছেন পিটার হেইন

পিটার হেইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
পিটার স্যামুয়েল হেইন
জন্ম(১৯২৮-০৬-২৮)২৮ জুন ১৯২৮
উইন্টারটন, কোয়াজুলু-নাটাল, দক্ষিণ আফ্রিকা
মৃত্যু৪ ফেব্রুয়ারি ২০০৫(2005-02-04) (বয়স ৭৬)
প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯৩)
২৩ জুন ১৯৫৫ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২ ফেব্রুয়ারি ১৯৬২ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৪ ৬১
রানের সংখ্যা ২০৯ ১২৫৫
ব্যাটিং গড় ৯.৯৫ ১৫.১২
১০০/৫০ ০/০ ০/৪
সর্বোচ্চ রান ৩১ ৬৭
বল করেছে ৩৮৯০ ১৪৩১০
উইকেট ৫৮ ২৭৭
বোলিং গড় ২৫.০৮ ২১.৩৮
ইনিংসে ৫ উইকেট ২০
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৫৮ ৮/৯২
ক্যাচ/স্ট্যাম্পিং ৮/- ৩৪/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ নভেম্বর ২০১৭

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গটেং ও অরেঞ্জ ফ্রি স্টেট দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে ভূমিকা রাখতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২১.৩৮ গড়ে ২৭৭ উইকেট পেয়েছেন। তন্মধ্যে, ১৯৫৪-৫৫ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেটের সদস্য থাকাকালে ওয়েলকোমে ট্রান্সভালের বিপক্ষে ৮/৯২ পেয়েছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৯৫১-৫২ মৌসুমে নর্থ-ইস্টার্ন ট্রান্সভাল, ১৯৫৩-৫৪ ও ১৯৫৪-৫৫ মৌসুমে অরেঞ্জ ফ্রি স্টেট ও ১৯৫৫-৫৬ থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেন তিনি।

১৯৫৫ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার।[] ঐ টেস্টের প্রথম ইনিংসে পাঁচ-উইকেট দখল করে সবিশেষ কৃতিত্বের পরিচয় দেন। নিল অ্যাডককের সাথে চমৎকার বোলিং জুটি গড়েন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

প্রিটোরিয়ার একটি ব্যক্তিমালিকানাধীন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়ায় বন্ধ হয়ে ৪ ফেব্রুয়ারি, ২০০৫ তারিখে পিটার হেইনের দেহাবসান ঘটে। তার ভাই ববি হেইন মিলার টেনিস খেলোয়াড় ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "2nd Test: England v South Africa at Lord's, Jun 23-27, 1955"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৮ 

আরও দেখুন

সম্পাদনা

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা