পাসকোয়ালিনো সেত্তেবেললেৎজে

পাসকোয়ালিনো সেত্তেবেললেৎজে ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইতালীয় ভাষার চলচ্চিত্র। লিনা ভার্টমুলার ছবিটি পরিচালনা করেছেন। ছবির শ্রেষ্ঠাংশে রয়েছেন জানকার্লো জাননিনি, ফার্নান্দো রেশার্লি স্টোলার

পাসকোয়ালিনো সেত্তেবেললেৎজে
ইতালীয় প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকলিনা ভার্টমুলার
প্রযোজক
রচয়িতালিনা ভার্টমুলার
শ্রেষ্ঠাংশে
সুরকারনান্দো দি লুকা e এনজো জান্নাচ্চি
চিত্রগ্রাহকতোনিনো দেল্লি কোল্লি
সম্পাদকফ্রাঙ্কো ফ্রাতিচেল্লি
প্রযোজনা
কোম্পানি
মেদুসা ডিস্ট্রিবিউজিওনে
পরিবেশকমেদুসা ডিস্ট্রিবিউজিওনে
মুক্তি
  • ৪ মে ১৯৭৫ (1975-05-04) (France)
  • ২০ ডিসেম্বর ১৯৭৫ (1975-12-20) (Italy)
স্থিতিকাল১১৫ মিনিট
দেশইতালি
ভাষাইতালীয়

ভার্টমুলার ছবিটির চিত্রনাট্যও লিখেছেন। এটি একজন ইতালীয় সাধারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে সেনাবাহিনী ত্যাগ করে। তারপর জার্মানরা তাকে ধরে নিয়ে কারাশিবিরে পাঠিয়ে দেয়। তার পরিবারে সাতজন অনাকর্ষণীয় বোনের কাহিনী, দুর্ঘটনাবশত এক বোনের প্রেমিককে হত্যা করা, পাগলখানায় বন্দিত্ববরণ এবং সেখানে এক নারীকে ধর্ষণ ও বন্দিত্ব এড়াতে সৈন্য হিসেবে যোগদান করা- এগুলো এ ছবিতে ফুটে ওঠেছে।

লিনা ভার্টমুলার প্রথম নারী হিসেবে এ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে অস্কার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯৩ সালের পূর্বে আর কেউ এ কৃতিত্ব অর্জন করেননি। নিউজিল্যান্ডের চলচ্চিত্রনির্মাতা জেন ক্যাম্পিয়ন দ্য পিয়ানো চলচ্চিত্রের জন্য মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রটি আরো তিনটি বিভাগে মনোনয়ন অর্জন করে, যেগুলোর মধ্যে রয়েছে সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগ।[১] উক্ত বিভাগে এটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনয়ন পায়।

ভার্টমুলারের স্বামী এনরিকো জব ছবির নকশা তৈরির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

কাহিনীসংক্ষেপ সম্পাদনা

ছবির প্রধান চরিত্র পাসকোয়ালিনো নেপলস শহরে বসবাস করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ফ্যাসিবাদী ইতালিতে ছোটখাটো গুন্ডা হিসেবে সে জীবিকা নির্বাহ করে।

পরিবারের সম্মান বাঁচাতে সে একজন বেশ্যাব্যবসায়ীকে হত্যা করে, যে তার বোনকে পতিতাবৃত্তি বরণ করতে প্ররোচিত করেছিল। উক্ত ব্যবসায়ীর দেহ লুকিয়ে ফেলার উদ্দেশ্যে সে এটিকে কেটে কয়েক টুকরো করে স্যুটকেসের ভিতর পুরে রাখে। কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। এর ফলে তার শাস্তি হয় এবং সে কারান্তরিত হয়।

পাসকোয়ালিনো নিজেকে সফলভাবে মানসিক রোগীদের ওয়ার্ডে স্থানান্তরিত করে। কিন্তু জেল থেকে বের হওয়ার অদম্য ইচ্ছায় প্রণোদিত হয়ে সে ইতালীয় সেনাবাহিনীতে যোগ দেয়। কিন্তু সেনাবাহিনী ছেড়ে পাসকোয়ালিনো পলায়ন করলে তাকে জার্মানরা ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যায়।

বাঁচার জন্য পাসকোয়ালিনো ক্যাম্পের অধ্যক্ষ স্টোলার এর সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়। তার পরিকল্পনা সফল হলেও স্টোলার তাকে ব্যারাকে কাপো (এমন একজন বন্দি, যাকে অন্য বন্দিদের উপর নির্যাতনের দায়িত্ব দেওয়া হয়) হিসেবে নিয়োগ দেয়। একসময় তাকে বলা হয়, সে নিজে যদি বাঁচতে চায়, তাহলে তাকে ছয় জন ব্যক্তিকে মৃত্যুর জন্য নির্বাচিত করতে হবে। সে সেনাবাহিনীতে তার প্রাক্তন কমরেড ও স্পেনীয় নৈরাজ্যবাদীকে মৃত্যুর জন্য বাছাই করে।

যুদ্ধের শেষে নেপলস ফিরে পাসকোয়ালিনো দেখতে পায়, তার বোন, বাগদত্তা এমনকি মা-ও বেশ্যাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The 49th Academy Awards | 1977"Oscars.org | Academy of Motion Picture Arts and Sciences 

বহিঃসংযোগ সম্পাদনা