পালাবি কোথায়

বাংলাদেশী চলচ্চিত্র

পালাবি কোথায় হল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী নারীবাদী হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি বাংলাদেশী নারী কেন্দ্রিক চলচ্চিত্রের একটি উৎকৃষ্ট উদাহরণ।[] ছবিটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরীদি। ছবিটি বাংলাদেশের অন্যতম ফ্লপ চলচ্চিত্র।[] ছবিটি কমল হাসানের তামিল মাগালিত মাত্তুম চলচ্চিত্রের পুনর্নির্মাণ যা আবার ১৯৮০-এর মার্কিন চলচ্চিত্র নাইন টু ফাইভ থেকে অনুপ্রাণিত।[তথ্যসূত্র প্রয়োজন]

পালাবি কোথায়
পরিচালকশহীদুল ইসলাম খোকন
প্রযোজকসিনে প্লাস
রচয়িতাকাজী মোরশেদ
চিত্রনাট্যকারশহীদুল ইসলাম খোকন
শ্রেষ্ঠাংশে
মুক্তি
  • ৯ ফেব্রুয়ারি ১৯৯৭ (1997-02-09)
স্থিতিকাল১৫৮ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

পটভূমি

সম্পাদনা

শিরিন মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। সবাই যৌতুক চায় বিধায় যৌতুক নিয়ে বিয়ে করতে রাজি নয় বলে সে বিয়ে করতে পারেনি। শিরিন একটি পোশাক কারখানায় টাইপিস্ট ও ম্যানেজারের পিএস হিসেবে কাজ করেন। নূরী ওই কারখানার একজন পরিচ্ছন্নতাকর্মী। তার বেকার স্বামী বাচ্চু প্রায়ই তার স্ত্রীর টাকা চুরি করে। চুরির টাকা দিয়ে সে মদ পান করে। বিবাহিত হাওলাদার পোশাক কারখানার ম্যানেজার একজন দুষ্টু ব্যক্তি। তিনি নারী শ্রমিক-কর্মীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করেন। অফিসের নারীরা বিভিন্নভাবে তার কাছ থেকে আত্মরক্ষা করে। অফিসে কম্পিউটার বিভাগ খোলা হয়। মিলি চৌধুরী নামে এক আন্দোলনকারী নারী প্রধান কার্যালয় থেকে নতুন কম্পিউটার অপারেটর হিসেবে সংগঠনে যোগ দেন। শিরিন মনে করেন, কম্পিউটার ব্যবস্থা চালু হলে টাইপিস্টদের আর প্রয়োজন হবে না। তাই ভেতরে ভেতরে সে দুঃখী ছিল। কিন্তু অচিরেই মিলির সঙ্গে বন্ধুত্ব হয় শিরিনের। কারখানার তত্ত্বাবধায়ক নার্গিস একজন খারাপ চরিত্রের মহিলা যে সবসময় শ্রমিকদের নির্যাতন করে। মিলি তার স্বামী-সন্তানকে চট্টগ্রামে রেখে শাশুড়ির অনুমতি নিয়ে ঢাকায় আসেন, কর্মজীবী মহিলা হোস্টেলে থাকেন। শিরিনকে বিপদে ফেলতে নার্গিস একটি জরুরি ফাইল লুকিয়ে রেখেছেন। কিন্তু নূরী ও মিলির কারণে ফাইল উদ্ধার হয়। কারখানার নারী শ্রমিকদের সংগঠিত করেন মিলি। তিনি সবাইকে বোঝাতে পেরেছিলেন যে নারীদের পাশে দাঁড়াতে হবে। নারীরা একে অপরের সহযোগিতায় এগিয়ে যায়। মিলির অনুপ্রেরণায় তারা সাহস জোগায়। তিনি লিঙ্গ সমতার খাতিরে তাদের বক্তৃতা দিয়েছিলেন। ম্যানেজার একদিন অফিস ছুটির পরও কাজের অজুহাতে শিরিনকে থাকতে বলেন। সে যখন একা ছিল, সে তার ওপর হামলা চালায়। কিন্তু শিরিনের সাহায্যে এগিয়ে আসে নূরী ও মিলি। মহিলারা বাঁশের লাঠি নিয়ে ম্যানেজারকে ধাওয়া করে ধরে ফেলে। এভাবে লম্পট ম্যানেজার উপযুক্ত শাস্তি পায়।

কুশীলব

সম্পাদনা
  • মিলি চৌধুরী চরিত্রে শাবানা[]
  • শিরিন চরিত্রে সুবর্ণা মুস্তাফা[]
  • নূরী চরিত্রে চম্পা[]
  • জনাব হাওলাদার চরিত্রে হুমায়ূন ফরীদি[]
  • ব্যবস্থাপনা পরিচালক চরিত্রে আফজাল হোসেন (অতিথি চরিত্র)[]
  • বাচ্চুর চরিত্রে আলী রাজ
  • শিরিনের মায়ের চরিত্রে খালেদা আক্তার কল্পনা
  • শিরিনের ভাইয়ের চরিত্রে খায়রুল ইসলাম পাখি
  • হাওলাদার সাহেবের স্ত্রী সালমা চরিত্রে শারমিন
  • লাল্লু খানের চরিত্রে নাসির খান
  • বস্তির বৃদ্ধ চরিত্রে আবদুল করিম
  • শর্বরী দাশগুপ্ত
  • জ্যাকি আলমগীর
  • সিতারা বেগম
  • মজিদ বঙ্গবাসী
  • রাশেদা চৌধুরী
  • অলকা সরকার

প্রযোজনা

সম্পাদনা

ছবির প্রধান প্রযোজক ছিলেন হুমায়ূন ফরীদিশহীদুল ইসলাম খোকন ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক। তিনি এই চলচ্চিত্রের জন্য উত্তরায় অবস্থিত তার আবাসিক বাড়ি বিক্রি করে দিয়েছিলেন।[]

প্রতিক্রিয়া

সম্পাদনা

পালাবি কোথায় সহজ উপায়ে নারীর অধিকারের পক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠ হয়ে দেখিয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকরা বেশ সাড়া ফেলে। এটি চলচ্চিত্রের বার্তা এবং অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিল।[]

সঙ্গীত

সম্পাদনা
পালাবি কোথায়
কর্তৃক সঙ্গীত
মুক্তির তারিখ১৯৯৭
ঘরানাচলচ্চিত্র সঙ্গীত
ভাষাবাংলা
পালাবি কোথায় চলচ্চিত্রের সঙ্গীতের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."জাদু রে সোনা রে ও খুকুমণি রে আমাকে ভালবাসো রে"মিল্টন খন্দকারসৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা 

পুরস্কার

সম্পাদনা
পুরস্কার শিরোনাম শ্রেণী পুরস্কারপ্রাপ্ত ফলাফল
বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী চম্পা বিজয়ী
সেরা চিত্রনাট্য লেখক কাজী মোরশেদ বিজয়ী
বিশেষ জুরি পুরস্কার শহিদুল ইসলাম খোকন বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Abu Md Masani (২৭ সেপ্টেম্বর ২০১৯)। "The impact of women-oriented movies"The Independent 
  2. Mahmud, Rashel (১৬ ফেব্রুয়ারি ২০২১)। "Faridi said, "Bring them to me""Prothom Alo 
  3. "কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ"Somoy News। ১৫ জুন ২০২১। 
  4. Sheikh Arif Bulbon (২ ডিসেম্বর ২০১৬)। "Suborna to start shooting of new movie end of Dec"The News Nation। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  5. Majid, Alauddin (১১ জুন ২০২০)। "চলচ্চিত্রে আসতে চাননি চম্পা"Bangladesh Pratidin 
  6. "Remembering Humayun Faridi"The Business Standard। ২৯ মে ২০২০। 
  7. Maria, Shanta (১ মে ২০১৬)। "পালাবি কোথায়: নারী শ্রমিকের অধিকার আদায়ের চিত্র"bdnews24.com। ২২ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২ 
  8. "Shahidul Islam Khokon: A Dhallywood powerhouse bows out"The Daily Star। ৫ এপ্রিল ২০১৬। 

বহিঃসংযোগ

সম্পাদনা