পার্বতী কৃষ্ণন

ভারতীয় রাজনীতিবিদ

পার্বতী কৃষ্ণন (১৫ই মার্চ ১৯১৯ – ২০শে ফেব্রুয়ারি ২০১৪) ভারতের কমিউনিস্ট পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন।[১] তিনি ছিলেন তিনবারের প্রাক্তন লোকসভা সংসদ সদস্য, তিনি কোয়ম্বাটুরের লোকসভা কেন্দ্র এবং রাজ্যসভা সদস্যের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ছিলেন প্রাক্তন মাদ্রাজ প্রেসিডেন্সি প্রিমিয়ার পি. সুব্বারায়ণের কন্যা এবং মোহন কুমারমঙ্গলমের বোন, কুমারমঙ্গলম পরে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন। তাঁর জ্যেষ্ঠ ভাই গোপাল কুমারমঙ্গলম কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ছিলেন এবং আরেক ভাই পরমশিব প্রভাকর কুমারমঙ্গলম সেনাপ্রধান ছিলেন।[২]

পার্বতী কৃষ্ণন
সংসদ সদস্য (রাজ্যসভা)
কাজের মেয়াদ
৩রা এপ্রিল ১৯৫৪ – ১২ই মার্চ ১৯৫৭
প্রধানমন্ত্রীজওহরলাল নেহেরু
কোয়ম্বাটুরের সংসদ সদস্য (লোকসভা)
কাজের মেয়াদ
১৯৫৭ – ১৯৬২
প্রধানমন্ত্রীজওহরলাল নেহেরু
পূর্বসূরীএন এম লিঙ্গম
কাজের মেয়াদ
১৯৭৪ – ১৯৭৭
প্রধানমন্ত্রীইন্দিরা গান্ধী
পূর্বসূরীকে. বালাদণ্ডায়ুথাম
কাজের মেয়াদ
১৯৭৭ – ১৯৮০
প্রধানমন্ত্রীমোরারজী দেসাই
চৌধুরী চরণ সিং
উত্তরসূরীইরা মোহন
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৯-০৩-১৫)১৫ মার্চ ১৯১৯
উদগমণ্ডলম, নীলগিরি জেলা, মাদ্রাজ প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২০ ফেব্রুয়ারি ২০১৪(2014-02-20) (বয়স ৯৪)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীএন কে কৃষ্ণন

তিনি সিপিআই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন।[২]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

পার্বতীর জন্ম ১৯১৯ সালের ১৫ই মার্চ। তাঁর বাবা ও মায়ের নাম ছিল যথাক্রমে পি. সুব্বারায়ণ এবং রাধাবাই সুব্বারায়ণ। তিনি তাঁর প্রাথমিক পড়াশুনো করেছিলেন সি.এস.আই. ইওয়ার্ট ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে।[৩] তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিউজ কলেজ থেকে তাঁর বি.এ. (সাম্মানিক) অধ্যয়ন করেছেন। তারপর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।

নির্বাচনী ইতিহাস সম্পাদনা

পার্বতী ১৯৫২ সালের উপ-নির্বাচনে কোয়ম্বাটুরের লোকসভা আসনে একজন ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই আসনটি টি. এ. রামালিঙ্গম চেত্তিয়ারের মৃত্যুতে খালি হয়েছিল। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের এন. এম. লিঙ্গমের কাছে পরাজিত হন।[৪] পরে ১৯৫৪ সালের ৩রা এপ্রিল তিনি রাজ্যসভায় মনোনীত হন এবং ১৯৫৭ সালের ১২ই মার্চ পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫৭ এবং ১৯৭৭ এর সাধারণ নির্বাচনে এবং ১৯৭৪ সালের উপনির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী হিসেবে কোয়ম্বাটুরের নির্বাচনী এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।[৫][৬][৭][৮] তিনি ১৯৬২ সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের পি. আর. রামকৃষ্ণনের কাছে,[৯] ১৯৮০ নির্বাচনে দ্রাবিড় মুনেত্র কড়গম দলের ইরা মোহনের কাছে পরাজিত হন[১০] (কোয়েম্বাটুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন)। এরপর তিনি ১৯৮৪ নির্বাচনে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম দলের এম. থামবি দুরাইয়ের (ধর্মপুরী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন) কাছে পরাজিত হন।[১১]

অবসর বিনোদন সম্পাদনা

তিনি শিক্ষা, সমাজকল্যাণের সঙ্গে সঙ্গে ভারতীয় ও পাশ্চাত্য সঙ্গীত (লোক ও শাস্ত্রীয় উভয় সঙ্গীত) এবং থিয়েটার আন্দোলনে আগ্রহী ছিলেন।

পরিবার সম্পাদনা

তিনি ১৯৪২ সালের ডিসেম্বরে এন. কে. কৃষ্ণানকে বিবাহ করেন। এই দম্পতির একটি কন্যা, ইন্দিরা এবং একটি নাতনি, পূর্ণিমা রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Communist icon Parvathi Krishnan is no more - The Times of India"। Timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২১ 
  2. "Veteran CPI leader Parvati Krishnan passes away"। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  3. India. Parliament. Lok Sabha (১৯৭৭)। Who's who। Parliament Secretariat। পৃষ্ঠা 297। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২১ 
  4. India: a reference annual। Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India। ১৯৫৪। পৃষ্ঠা 62 
  5. Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ এপ্রিল ২০০৯ তারিখে
  6. Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০০৯ তারিখে
  7. "Members from 5th Lok Sabha"। ২৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০০৯ 
  8. CPI, BJP set for another clash – The Hindu 21 February 2004
  9. Volume I, 1962 Indian general election, 3rd Lok Sabha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০০৯ তারিখে
  10. Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০০৯ তারিখে
  11. Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ এপ্রিল ২০০৯ তারিখে

External links সম্পাদনা

টীকা সম্পাদনা

  • "Members of the Rajya Sabha" (পিডিএফ)। Rajya Sabha। ১০ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০০৯ 
  • "In high spirit at 83"The Hindu। ১৩ জানুয়ারি ২০০৩। Archived from the original on ৮ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০০৯