পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ
বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান
পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ (এ ই আর ই স্কুল এন্ড কলেজ) হলো বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।[১]
পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ | |
---|---|
অবস্থান | |
১৩৪৯ বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৩°৫৭′৪৫″ উত্তর ৯০°১৬′৫৮″ পূর্ব / ২৩.৯৬২৫° উত্তর ৯০.২৮২৭২° পূর্ব |
তথ্য | |
ধরন | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৩ |
ইআইআইএন | ১০৮৪০৬ |
অধ্যক্ষ | মো. জালাল উদ্দিন আহমেদ |
ভর্তি | ১,৬৫০ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | aeresnc |
ইতিহাস
সম্পাদনাএটি ১৯৮৩ সালে পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) ক্যাম্পাসে কর্মরত কর্মচারীদের এবং আশেপাশের অঞ্চলের শিশুদের জন্য একটি উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা হয়। ২০০৮ সালের পরে এটিকে কলেজ পর্যায়ে উন্নীত করা হয়, যা পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ নামে পরিচিতি লাভ করে। এটি বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের অধীনে এইআরইয়ের একটি অংশ। এটি এআরই-এর ডিজির নেতৃত্বে পরিচালনা কমিটি কর্তৃক পরিচালিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে বিভিন্ন ক্লাসে ১,৬০০-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। এছাড়া ৩৭ জনের বেশি শিক্ষক এবং ১৩ জন অফিস কর্মকর্তা কর্মরত আছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of Institutions" (XLS)। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৪।