পাম্পেরু (বায়ুপ্রবাহ)

বায়ুপ্রবাহ

পাম্পেরু বা পম্পেরু হলো পম্পাস অঞ্চলের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণে, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়েবলিভিয়ার দক্ষিণ থেকে আগত শীতল মেরু বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ (প্রায়শই তীব্রভাবে) শীতল বায়ুপ্রবাহের সক্রিয় নিম্ন প্রবাহপথ পরিগ্রহ করে৷ এটি স্কুয়াল রেখার আকৃতি গ্রহণ করে এবং বায়ুপ্রবাহ অতিক্রান্ত হওয়ার পর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। দক্ষিণ গোলার্ধের শীতকালে (প্রধানত মে থেকে আগস্ট মাসে) পাম্পেরু অতিসাধারণ ঘটনা। গ্রীষ্মকালে বুয়েনোস আইরেসের আশেপাশের অঞ্চলে পাম্পেরু বায়ুপ্রবাহ দীর্ঘ সময়ের উচ্চ আর্দ্রতা এবং অতি উত্তপ্ত আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দেয়।

নাসার আর্থ অবজারভেটরি থেকে ধুলিঝড়

তথ্যসূত্র সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা

  • বায়ুপ্রবাহের নাম, জিজিওয়েদার.কম। জানুয়ারি ২০০৯ সালে সংগৃহীত
  • পেঙ্গুইন ডিকশনারি অব জিওগ্রাফি, ডব্লিউ জি মুর, ১৯৪৯

আরও দেখুন সম্পাদনা