পাবনা সদর থানা

বাংলাদেশের পাবনা জেলার একটি থানা

পাবনা সদর থানা রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি থানা। ১৮২৮ সালে থানাটি প্রতিষ্ঠিত হয়।[]পাবনা সদর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদ নিয়ে থানাটি গঠিত হয়েছে।

পাবনা সদর
থানা
পাবনা সদর বাংলাদেশ-এ অবস্থিত
পাবনা সদর
পাবনা সদর
বাংলাদেশে পাবনা সদর থানার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°০′৩১.৮৬″ উত্তর ৮৯°১৪′২৪.৪০″ পূর্ব / ২৪.০০৮৮৫০০° উত্তর ৮৯.২৪০১১১১° পূর্ব / 24.0088500; 89.2401111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী
জেলাপাবনা
উপজেলাপাবনা সদর
প্রতিষ্ঠা১৮২৮; ১৯৬ বছর আগে (1828)[]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান

সম্পাদনা

পাবনা সদর থানার–

আওতাধীন এলাকা

সম্পাদনা

পাবনা সদর থানার অধীনে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে‌।ক[›]

পৌরসভা
  1. পাবনা সদর পৌরসভা
ইউনিয়ন পরিষদ
  1. গয়েশপুর ইউনিয়ন
  2. চরতারাপুর ইউনিয়ন
  3. দাপুনিয়া ইউনিয়ন
  4. দোগাছী ইউনিয়ন
  5. ভাঁড়ারা ইউনিয়ন
  6. মালঞ্চি ইউনিয়ন
  7. মালিগাছা ইউনিয়ন
  8. হেমায়েতপুর ইউনিয়ন

পাদটীকা

সম্পাদনা
  • ^ ক: পাবনা সদর উপজেলায় ২টি থানা রয়েছে। এগুলো হলো পাবনা সদর থানা ও আতাইকুলা থানা। পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের মনে ২টি ইউনিয়ন আতাইকুলা থানার অধীনে রয়েছে। ফলে পাবনা সদর থানার অধীনে ৮টি ইউনিয়ন রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পাবনা থানা সম্পর্কে"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - রাজশাহী রেঞ্জ। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১