পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্র্ডের পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যে একটি। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি রাজশাহী বিভাগের পাবনা জেলার কয়েকটি জোনাল অফিসের মাধ্যমে ৮টি উপজেলায় বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। এ পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রতিষ্ঠিত হয় ০৯ এপ্রিল ১৯৮১ সালে।[১][২]

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লোগা
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত০৯ এপ্রিল ১৯৮১
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি, চাটমোহর।
যে অঞ্চলে
পাবনা জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
ওয়েবসাইটhttp://pbs1.pabna.gov.bd/

ইতিহাস সম্পাদনা

এ সমিতিটি ০৯ এপ্্রিল ১৯৮১ সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এবং ১০ জানুয়ারী ১৯৮৪ সালে এ যাত্রা শুরু হয়। এ সমিতির অধীন ৪০টি উইনয়ন ও ৯১৫টি গ্রাম রয়েছে। এ সব এলাকায় শতভাগ বিদ্যুৎ প্রদান করা হয়। চাটমোহর, অফিসটি প্রধান অফিস হিসাবে ব্যবহার হয়।[১]

ভিশন ও মিশন সম্পাদনা

ভিশন : পবিসের আঁওতাধীন সকল গ্রাহক সদস্যকেগণকে সর্বনিম্ন মূল্যে পর্যাপ্ত গুনগত মানের বিদ্যুৎ সরবরাহ করা। মিশন :

  • অত্র পবিসের আঁওতাধীন সকল জনগনকে বৈদ্যুতিক সেবার মধ্যে আনয়ন করা ।
  • নির্ভরযোগ্য ,নিরাপদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ।
  • সর্বনিম্ন মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা ।
  • পল্লী এলাকা বিদ্যুতায়নে শহর ও গ্রামের মধ্যকার বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনা এবং দারিদ্র দূরীকরনে কর্মতৎপরতা ত্বরান্বিত করা ।[১]

জোনাল অফিস সমূহ সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিস গুলো হচ্ছে:

  • দাশুরিয়া জোনাল অফিস
  • আটঘড়িয়া জোনাল অফিস[১]

সাব জোনাল অফিস গুলো হচ্ছে সম্পাদনা

  • ফরিদপুর সাব জোনাল অফিস
  • ভাঙ্গুড়া সাব জোনাল অফিস।[১]

গ্রাহক সংখ্যা সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩,৪০,২২৬ জন গ্রাহক রয়েছে।।[১]

অন্যান্য তথ্য সম্পাদনা

  1. মোট আয়তন=১১৫২ বর্গকিলোমিটার
  2. অভিযোগ কেন্দ্র=১৩টি
  3. সাব-ষ্টেশন (সংখ্যা ও ক্ষমতা)= ১০ টি,
  4. বিদ্যুতায়িত লাইনের পরমিান = ৫২৯৭.৯৪৮ কি.মি.
  5. সিষ্টেম লস= মে ২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত = ১২.২৮% ।[১]

জনবল সম্পাদনা

  • কর্মকর্তা ও কর্মচারীর= ৪১৪ জন[১]

সমিতি বোর্ড সম্পাদনা

মোট ৯জন সদস্য নিয়ে এ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড গঠিত হয়। এ তে ৩জন মহিলা পরিচালক আছেন।[১]

আরো দেখুন সম্পাদনা

জাতীয় গ্রিড

তথ্যসুত্র সম্পাদনা

  1. "পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১"pbs1.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬