পাপ পুণ্য

রোমাঞ্চকর বাংলা চলচ্চিত্র
(পাপ পুন্য থেকে পুনর্নির্দেশিত)

পাপ পুণ্য হলো ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এটি তার পরিচালিত চতুর্থ চলচ্চিত্র এবং এটি তার ভালোবাসা ত্রয়ীর শেষ অংশ (ত্রয়ীর অন্যান্য চলচ্চিত্রগুলো হল মনপুরাস্বপ্নজাল)।[] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমিফজলুর রহমান বাবু

পাপ পুণ্য
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকগিয়াস উদ্দিন সেলিম
শ্রেষ্ঠাংশে
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি২০ মে ২০২২
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

খোরশেদ (চঞ্চল চৌধুরী) এলাকার চেয়ারম্যান। সে প্রকৃতভাবে জনগণের সেবা করতে চায়। সে স্থানীয় এমপির (মামুনুর রশীদ) ডান হাত, অন্যদিকে গাওসুল আলম শাওন তার বাম হাত। শাওনের এক আত্মীয় (মনির খান শিমুল) গ্রামের এক মেয়েকে ধর্ষণ করলে খোরশেদ ধর্ষককে শাস্তি দিতে চায়। শাওনের অনুগত পুলিশের সাব ইন্সপেক্টর (ফজলুর রহমান বাবু) আইন নিজের হাতে তুলে না নেওয়ার দাবি করে ধর্ষককে বাঁচাতে চায়। খোরশেদের কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও শাওনের লোকরা খোরশেদকে কোপাতে আসে। খোরশেদের রক্ষী ‘ভাতিজা’ আল আমিন (সিয়াম) পিস্তল বের করে গুলি ছুড়লে শাওনের লোকরা পালিয়ে যায়।

বাউল রতনের জমি সরকার আয়ত্তে নেওয়ার প্রক্রিয়া শুরু করলে এবং শাওন তা কেড়ে নিতে চায়। খোরশেদ রতনের পক্ষে দাঁড়ায়। এতে খোরশেদ ও শাওনের দ্বন্দ্ব আরও বাড়ে, এমপিও এই দ্বন্দ্ব মেটাতে ব্যর্থ হন।

‘ভাতিজা’ আল আমিন খোরশেদের মেয়ে সাথীকে (শাহনাজ সুমি) ভালোবাসে। খোরশেদের বাসায় কাজ করা আল আমিনের মা পারুল (আফসানা মিমি) এই প্রেম টের পায়। তিনি ছেলেকে বিদেশে পাঠিয়ে দিতে খোরশেদের স্ত্রীকে অনুরোধ করেন। খোরশেদ তাতে রাজি হয় না। আল আমিন ও সাথীর প্রেম আরও গভীর হলে, আল আমিনের মা খোরশেদের স্ত্রীকে তা জানায়। খোরশেদের স্ত্রী খোরশেদকে জানালে তার চিন্তায় পরিবর্তন আসে ও আল আমিনকে বিদেশে পাঠাতে ঢাকা নিয়ে আসে। ট্রেনে করে ফেরার পথে খোরশেদ রতন হত্যা মামলায় জড়িয়ে যায়।

খোরশেদ জেলে যায়। একদিন পত্রিকায় আল আমিনের মৃত্যুর খবর আসে। আল আমিনের মা একা একা খোরশেদের সাথে দেখা করতে জেলে যায়। তিনি আল আমিনের মৃত্যুর খবর তাকে জানিয়ে বলে যে আল আমিন তার ছেলে। খোরশেদ এক ঘোরে পড়ে, সে জেলখানায় তার স্ত্রী ও কন্যার সাথে দেখা করতে চায় না। পরে সে আল আমিনের মায়ের সাথে দেখা করতে চায়। বিচারে খোরশেদের ফাঁসি হয়, জানা যায় বিদেশে পাঠানোর আগে খোরশেদ আল আমিনকে হত্যা করেছিল।

কুশীলব

সম্পাদনা

নির্মাণ

সম্পাদনা

২০১৯ সালের আগস্টে এর চিত্রগ্রহণ শুরু হয়।[] চলচ্চিত্রের পরিচালক ২০২০ সালের আগে চিত্রগ্রহণ সম্পন্ন করেন।[] এর এক বছর পরে ১৫ জানুয়ারি তারিখে ছবিটি সেন্সর থেকে ছাড়পত্র পায়।[]

মুক্তি

সম্পাদনা

ছবিটি ২০ মে, ২০২২ তারিখে বাংলাদেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি কানাডামার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহেও মুক্তি পায়।[]

সঙ্গীত

সম্পাদনা

এর প্রথম গানটি ইউটিউবে ২০২২ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়।[]

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."চোখ গেলো পাখি"বিজয় সরকারবগা তালেব৪:০০
২."তোর সাথে নামলাম রে পথে"ইশতিয়াক আহমেদইমন চৌধুরী ও আতিয়া আনিশা২:৫২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আজ ২০ সিনেমা হলে মুক্তি পেয়েছে 'পাপ-পুণ্য'"দৈনিক জনকণ্ঠ। ২০ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 
  2. "'পাপ-পূণ্য'তে প্রশংসিত শাহনাজ সুমি"ঢাকা টাইমস। ২৩ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 
  3. "প্রকাশ পেল 'পাপ-পুণ্য'র প্রথম গান"চ্যানেল আই। ১৯ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 
  4. "সেন্সর পেয়েছে গিয়াসউদ্দিন সেলিমের 'পাপ পুণ্য'"দ্য ডেইলি স্টার। ১৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 
  5. "'পাপ-পূণ্য'-তে শাহনাজ সুমি"একুশে টিভি। ২৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 
  6. "'পাপ–পুণ্য' মুক্তি পাবে, 'গুনিন' শুরু হবে"দৈনিক প্রথম আলো। ৯ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 
  7. "'পাপ-পুণ্য'র মুক্তি"সময় সংবাদ। ২০ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা