পাঞ্জাব সমভূমি
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
পাঞ্জাব সমভূমি ভারতের উত্তর-পশ্চিমে ও পাকিস্তানে অবস্থিত একটি পলিময় সমভূমি। সমভূমিটির আয়তন প্রায় ৩৮,৫০০ বর্গমাইল (১,০০,০০০ কিমি২) এবং ২০০-৩০০ মিটার উচ্চতাবিশিষ্ট। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং ভারতের পাঞ্জাব ও হরিয়ানা অঙ্গরাজ্যগুলি অবস্থিত। এর উত্তরে সিওয়ালিক পর্বত, পূর্বে যমুনা নদী, দক্ষিণে রাজস্থান রাজ্য এবং উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে যথাক্রমে রবি ও সুতলেজ নদী অবস্থিত। এই অঞ্চলের অর্থনীতির একটি বড় অংশ হল কৃষি, এবং বেশিরভাগ সমভূমিতেই খাদ্যশস্য, তুলা, আখ ও তেলবীজের চাষাবাদ হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Punjab Plain"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮।