পাঞ্জাবী চলচ্চিত্র (ভারত)
পাঞ্জাবী চলচ্চিত্র (গুরুমুখী: ਪੰਜਾਬੀ ਸਿਨੇਮਾ), সাধারণভাবে যা পলিউড (Pollywood) নামে পরিচিত[৭][৮][৯][১০] হলো ভারত ও পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের পাঞ্জাবী ভাষায় নির্মিত চলচ্চিত্র শিল্প। যদিও বিংশ শতাব্দীর পাঞ্জাবী সিনেমায় পাকিস্তানভিত্তিক পাঞ্জাবী চলচ্চিত্রের বড় প্রভাব ছিল, কিন্তু একবিংশ শতকের পাঞ্জাবী সিনেমা ভারতীয় প্রভাবে এর গৌরবের কারণে ভারতীয় পাঞ্জাবী চলচ্চিত্রের সমার্থক হয়ে উঠেছে।
পলিউড (ভারত)[১][২] | |
---|---|
সিনেমা পর্দার সংখ্যা | ৪০০+ Single-screens in Punjab, Delhi and Haryana states of India. |
প্রধান চলচ্চিত্র-পরিবেশক | Speed Records Studio 7 Production White Hill production Maan Films Gurfateh Films & Sippy Grewal Productions Basic Brothers Productions Surya Cinemas Dakssh Ajit Singh Wisdom Tree Pictures Private Limited |
নির্মিত কাল্পনিক চলচ্চিত্র (২০১৪)[৩][৪] | |
মোট | ৫০ |
মোট আয় (২০১৪) | |
মোট | ₹ ৫০০ কোটি (ইউএস$ ৬১.১২ মিলিয়ন)[৫] |
জাতীয় চলচ্চিত্রসমূহ | India: ₹ ৪৫০ কোটি (ইউএস$ ৫৫ মিলিয়ন)[৬] |
প্রথম পাঞ্জাবি চলচ্চিত্র কোলকাতায় নির্মিত হয় এবং তদনীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোরে মুক্তি পায়।
২০০৯ সালে ৯০০ হতে ১,০০০টি পাঞ্জাবি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।[১১] প্রতি বছর গড়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা ছিলো '৭০এর দশকে নয়টি, ৮০'তে আট এবং ৯০'এ ছয়। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির সংখ্যা ছিল ১১; এটা ১৯৯৬ সালে সাত নেমে আসে এবং ১৯৯৭ সালে মাত্র পাঁচটি মুক্তি দানের মাধ্যমে তলানিতে ঠেকে। ২০০০ সালের পর থেকে বড় বাজেট, স্থানীয় তারকা এবং পাঞ্জাব বংশোদ্ভূত বলিউডের তারকাদের কারণে পাঞ্জাবী চলচ্চিত্র প্রতি বছর অধিক হারে প্রদর্শিত হচ্ছে ও মুক্তি পাচ্ছে ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The first of its kind telephone directory of the Punjabi film and music industry launched by Member of Parliament (MP) Kirron Kher"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৬।
- ↑ "Pollywood Directory has the contact and other details of those related to Punjabi film industry. It is an initiative to organise Punjabi Cinema."।
- ↑ "Currently, industry estimates peg the volume output of the industry at 50 films a year, with an estimated box office turnover in the range of Rs 400 to 450 crore."।
- ↑ "industry which used to release barely six films till 2002 is gearing up to churn out 120 this year"।
- ↑ "500cr punjabi industry"।
- ↑ "estimated box office turnover in the range of Rs 400 to 450 crore."।
- ↑ "Pollywood the word for punjabi cinema"।
- ↑ "Pollywood directory will furnish contact details of over 1500 eminent personalities and also struggling new comers in the Punjabi film and music industry."।
- ↑ "The theme of the film Police in Pollywood - Balle Balle by Gautam Productions is that the police will now direct and produce Punjabi films."।
- ↑ "Pollywood Directory (A first of its own kind of initiative to organize Punjabi Cinema)"।
- ↑ "According to NFDC, Punjabi film industry has produced 900 to 1,000 films till 2009."।