পাকুড় জেলা
ঝাড়খণ্ড এর ২৪ টি জেলার মধ্যে পাকুড় একটি ৷ ১৯৯৪ খ্রীষ্টাব্দের ২৮ শে জানুয়ারী পুর্বতন সাহেবগঞ্জ জেলার দক্ষিণ মহকুমা পৃথক করে এই জেলাটি গঠন করা হয়৷ জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত
পাকুড় জেলা | |
---|---|
ঝাড়খণ্ডের জেলা | |
ঝাড়খণ্ডে পাকুড়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রশাসনিক বিভাগ | সাঁওতাল পরগণা বিভাগ |
সদরদপ্তর | পাকুড় |
তহশিল | ৬ |
সরকার | |
• বিধানসভা আসন | ৩ |
আয়তন | |
• মোট | ১,৮১১ বর্গকিমি (৬৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,০০,৪২২[১] |
• পৌর এলাকা | ৭.৫০% |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৪৮.৮২ শতাংশ |
• লিঙ্গানুপাত | ৯৮৯ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাপাকুড় জেলার উত্তরে সাহেবগঞ্জ জেলা (ঝাড়খণ্ড) , পূর্বে মুর্শিদাবাদ জেলা (পশ্চিমবঙ্গ) ও বীরভূম জেলা (পশ্চিমবঙ্গ) , উত্তর পশ্চিমে গোড্ডা জেলা (ঝাড়খণ্ড) এবং দক্ষিণ পশ্চিমে দুমকা জেলা (ঝাড়খণ্ড) অবস্থিত ৷
প্রশাসনিক বিভাগ
সম্পাদনাজেলাটি ৬ টি তহশিল নিয়ে গঠিত৷ যথা -
- পাকুড়
- লিটিপাড়া
- আমড়াপাড়া
- হিরণপুর
- মহেশপুর
- পাকুড়িয়া
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুযায়ী পাকুড় জেলার জনসংখ্যা ৯০০৪২২।[২] পাকুড় জেলার মোট জনসংখ্যা ফিজি দেশের জনসংখ্যা প্রায় সমান।[৩] যার মধ্যে ৪৫২৬৬১ জন পুরুষ ও ৪৪৭৭৬১ জন নারী৷ ২০০১ সালের জনগণনা অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিলো ৭০১৬৬৪ জন , অর্থাৎ জনবৃৃদ্ধির হার ২৮.৩৩% ৷
পর্যটন ও দর্শনীয় স্থান
সম্পাদনাযোগাযোগ
সম্পাদনাভাষা
সম্পাদনাঝাড়খণ্ড একটি বহুভাষিক রাজ্য হওয়ার দরুন পাকুড় জেলাটিও বহুভাষিক ও বহুসাংস্কৃৃতিক ৷ প্রধান ভাষাগুলি হলো বাংলা , সাঁওতালি , খোরঠা ও হিন্দী ৷
ধর্ম
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.census2011.co.in/census/district/108-pakur.html
- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Fiji 883,125 July 2011 est.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html