পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৭১২

৩ ডিসেম্বর ১৯৭১ সালে ফ্রান্সের প্যারিসের বাইরে অর্লি বিমানবন্দরে জ্যঁ ইউজিন পল ক্যুয়ে নামক একজন ফরাসি মানবিক কর্মী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিকে৭১২ (একটি বোয়িং ৭২০) হাইজ্যাক করে। ফ্লাইটটি লন্ডন থেকে প্যারিস, রোমকায়রো হয়ে করাচির উদ্দেশ্যে রওনা হয়েছিলো। ক্যুয়ে প্যারিসের ফ্লাইটে আরো পাঁচজন যাত্রী নিয়ে ওঠেন ও বন্দুকের সাহায্যে বিমানের নিয়ন্ত্রণ নেন। তিনি ২০ টন চিকিৎসা সামগ্রী বিমানে করে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের কাছে পাঠানোর দাবি জানান এবং দাবি পূরণ না হলে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সাত ঘন্টার অচলাবস্থার পর, ক্যুয়েকে দুইজন পুলিশ কর্মীকে আটক করে যারা তার দাবিকৃত ত্রাণ সরবরাহকারী স্বেচ্ছাসেবকদের ছদ্মবেশে বিমানে উঠেছিলো।[][]

জনপ্রিয় সংস্কৃতিতে

সম্পাদনা

জেকে ১৯৭১ নামক একটি ২০২৩ সালের ইংরেজি ভাষার বাংলাদেশী চলচ্চিত্র এই ঘটনার উপর ভিত্তি করে নির্মিত।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Aviation Safety Network Hijacking Description"। ২০১৭-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৬ 
  2. "Paris Police Thwart Airliner Hijacking"The New York Times। ১৯৭১-১২-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২০