পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র

পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট (অনু. ক্যারিবিয়ান জলদস্যু: মৃত মানুষের বুক) (ইংরেজি: Pirates of the Caribbean: Dead Man's Chest) হচ্ছে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র। এটি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান চলচ্চিত্র ধারাবাহিকের দ্বিতীয় চলচ্চিত্র। এর পূর্বের চলচ্চিত্রটি হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল, ও পরবর্তী চলচ্চিত্রটি হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গোর ভারবিনস্কি। এটির চিত্রনাট্য লিখেছেন টেড এলিয়টটেড রোজিও, এবং প্রযোজনা করেছেন জেরি ব্রুখাইমার। চলচ্চিত্রটি চারটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছে। এগুলো হচ্ছে সেরা চিত্র নির্দেশনা, শব্দ সম্পাদনা, শব্দ মিশ্রণ, সেরা ভিজুয়াল ইফেক্ট। এর মধ্যে সেরা ভিজুয়াল ইফেক্ট বিভাগে এটি একাডেমি পুরস্কার জয় করে নেয়।

পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান:
ডেড ম্যান’স চেস্ট
পরিচালকগোর ভারবিনস্কি
প্রযোজকজেরি ব্রুখাইমার
রচয়িতাটেড এলিয়ট
টেরি রোজিও
চরিত্র:
স্টুয়ার্ট বেটি
জে ওলপার্ট
টেড এলিয়ট
টেরি রোজিও
শ্রেষ্ঠাংশেজনি ডেপ
অর‌ল্যান্ডো ব্লুম
কিরা নাইটলি
বিল নাই
স্টেলান স্কার্সগার্ড
নেওমি হ্যারিস
জ্যাক ডেভেনপোর্ট
টম হল্যান্ডার
সুরকারহ্যান্স জিমার
চিত্রগ্রাহকড্যারিয়াস ভোলস্কি
সম্পাদকস্টিফেন ই. রিভকিন
ক্রেইগ উড
পরিবেশকওয়াল্ট ডিজনি পিকচার্স
বুয়েনা ভিস্টা পিকচার্স
মুক্তি২৪ জুন, ২০০৬
(ডিজনিল্যান্ড প্রিমিয়ার)
৭ জুলাই, ২০০৬
(যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৫০ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়২২.৫ কোটি ডলার
আয়১০৬,৬১,৭৯,৭২৫ ডলার[১]

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

এটির কাহিনী শুরু হয় এর আগের পর্বে যেখানে শেষ হয়েছিলো তার পর থেকে। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো (জনি ডেপ) দেখতে পায় যে, খলনায়ক ডেভি জোন্সের (বিলি নাই) ঋণ এখনো পরিশোধ করা বাকি আছে। আর এদিকে লর্ড কাটলার বেকেট (টম হল্যান্ডার) জ্যাক স্প্যারোর ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অপরাধে উইল টার্নার (অর‌ল্যান্ডো ব্লুম) ও এলিজাবেথ সোয়ানকে (কিরা নাইটলি) গ্রেফতার করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pirates of the Caribbean: Dead Man's Chest (2006)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২০০৯-০২-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা