পাইকেরছড়া ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন

পাইকেরছড়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

পাইকেরছড়া ইউনিয়ন
ইউনিয়ন
৪নং পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ।
পাইকেরছড়া ইউনিয়ন রংপুর বিভাগ-এ অবস্থিত
পাইকেরছড়া ইউনিয়ন
পাইকেরছড়া ইউনিয়ন
পাইকেরছড়া ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
পাইকেরছড়া ইউনিয়ন
পাইকেরছড়া ইউনিয়ন
বাংলাদেশে পাইকেরছড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৫′৪৫.৬১৪″ উত্তর ৮৯°৪২′৩৯.৬৯৪″ পূর্ব / ২৬.০৯৬০০৩৮৯° উত্তর ৮৯.৭১১০২৬১১° পূর্ব / 26.09600389; 89.71102611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাভূরুঙ্গামারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউপি ভবন স্থাপন কাল১৯৯৪
সরকার
 • চেয়ারম্যানমোঃ আব্দুর রাজ্জাক সরকার
আয়তন
 • মোট২৫.৫৮ বর্গকিমি (৯.৮৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১ সালের আদমশুমারি)
 • মোট২১,৮৯৭
 • জনঘনত্ব৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

গ্রামের সংখ্যা: ১৪টি
মৌজার সংখ্যা: ০৫টি
মোট জনসংখ্যা:

২০১০ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ২৪,৮০২ জন।

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হার: শিক্ষা জরীপ অনুযায়ী সাক্ষরতার হার ৫২%।
শিক্ষা প্রতিষ্ঠান:

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১০টি
  • বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৩টি
  • মাধ্যমিক বিদ্যালয়: ০১টি
  • মাদ্রাসা: ০৪টি।
  • ইদগাহ মাঠ: ১৭টি
  • মসজিদ : ৬৩ টি

দর্শনীয় স্থান সম্পাদনা

সোনাহাট ব্রীজ: ১৮৮৭ সালে ইংরেজরা তাদের সৈন্য ও রসদ চলাচলের জন্য লালমনিরহাট থেকে ভুরুঙ্গামারী হয়ে ভারতের মনিপুর রাজ্যে যাবার জন্য গোয়াহাটি পর্যন্ত যে রেল লাইন স্থাপন করে তারই অংশ হিসাবে সোনাহাট রেলওয়ে ব্রিজ তৈরী করা হয়। ব্রিজটি প্রায় ১২০০ ফুট লম্বা।

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান: মোঃ আব্দুর রাজ্জাক সরকার।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:

 চেয়ারম্যানের নাম দায়িত্বকাল
জয়েন উদ্দিন মাষ্টার ১৯৪৮-১৯৫৪
নছর মন্ডিত ১৯৫৪-১৯৫৯
আলহাজ্ব সোলায়মান সরকার ১৯৫৯-১৯৬৪
নিজাম ডক্টর ১৯৬৪-১৯৬৮
আবুল হাসান ব্যাপারী(সোনা ব্যাপারী) ১৯৬৮-১৯৭৩
মোঃ বেলায়েত হোসেন ১৯৮৫-১৯৮৯
মোঃ আব্দুর রাজ্জাক সরকার ১৯৯৩-১৯৮৯
মোঃ আব্দুল জব্বার সরকার ১৯৯৩-২০১০
মোঃ নজির হোসেন ২০১০-১০১৬
মোঃ আব্দুর রাজ্জাক সরকার ২০১৬-বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাইকেরছড়া ইউনিয়ন"paikarcharaup.kurigram.gov.bd। ২০২১-০৭-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩১ 

বহিঃসংযোগ সম্পাদনা

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট