পাঁচগ্রাম ইউনিয়ন

নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি ইউনিয়ন

পাঁচগ্রাম ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৫১.৮০ কিমি২ (২০.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৮,৩১৫ জন।[২]

পাঁচগ্রাম
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলাকালিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৫১.৮০ বর্গকিমি (২০.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৮,৩১৫
 • জনঘনত্ব৩৫০/বর্গকিমি (৯২০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটpanchgramup.narail.gov.bd

ইতিহাস সম্পাদনা

পাঁচগ্রাম ইউনিয়ন ১১ নং পেড়লী ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ২০১২ সালে চিত্রা নদীর পূর্ব পাড়ের জনগণ নতুন ইউনিয়ন গঠনের জন্য প্রস্তাব করে। ৭ মার্চ ২০১২ সালে প্রসাশক ১১নং পেড়লী ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে ১৪ নং পাঁচগ্রাম ইউনিয়ন গঠন করার কথা ঘোষণা করেন। পরে ২০১২ সালের ৫ এপ্রিল বাংলাদেশ গেজেট কর্তৃক তা প্রকাশিত হয়।[৩]

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে পুরুলিয়া ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে চিত্রা নদী বেষ্টিত ওপারে পেড়লী ইউনিয়ন, পূর্ব দক্ষিণে নবগঙ্গা নদী অবস্থিত।

প্রশাসনিক অঞ্চল সম্পাদনা

এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  1. যাদবপুর
  2. মহিশখোলা
  3. পাটেশ্বরী
  4. সাতবাড়ীয়া
  5. পেড়লীস্থান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাঁচগ্রাম ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  3. "ইউনিয়নের ইতিহাস"panchgramup.narail.gov.bd। ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০