পশ্চিম সাহারা জাতীয় ফুটবল দল
পশ্চিম সাহারা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Western Sahara national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে পশ্চিম সাহারার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম পশ্চিম সাহারার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাহরাউই ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এপর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করতে পারেনি। ২০১২ সালের ৪ঠা জুন তারিখে, পশ্চিম সাহারা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইরাকের আর্বিলে অনুষ্ঠিত উক্ত ম্যাচে পশ্চিম সাহারা কুর্দিস্তান অঞ্চলের কাছে ৬–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
অ্যাসোসিয়েশন | সাহরাউই ফুটবল ফেডারেশন | ||
---|---|---|---|
কনফেডারেশন | কনিফা | ||
প্রধান কোচ | সিদাহমেদ এরগুইবি | ||
শীর্ষ গোলদাতা | সাহলা আহমেদ | ||
ফিফা কোড | ESH | ||
| |||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৯০ ৩ (১২ জানুয়ারি ২০২৪)[১] | ||
সর্বোচ্চ | ১৮৭ (২০১২) | ||
সর্বনিম্ন | ১৯১ (২০১৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
পশ্চিম সাহারা ০–৬ কুর্দিস্তান অঞ্চল (আর্বিল, ইরাক; ৪ জুন ২০১২) | |||
বৃহত্তম জয় | |||
পশ্চিম সাহারা ৫–১ দারফুর (আর্বিল, ইরাক; ৭ জুন ২০১২) পশ্চিম সাহারা ৪–০ এস্পেরান্তো (ভিলনভ দাস্ক, ফ্রান্স; ৩১ জুলাই ২০১৫) | |||
বৃহত্তম পরাজয় | |||
তিব্বত ১২–২ পশ্চিম সাহারা (মার্সেই, ফ্রান্স; ২৮ জুন ২০১৩) | |||
ভিভা বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (২০১২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ৬ষ্ঠ (২০১২) |
এই দলের প্রধান কার্যালয় পশ্চিম সাহারার লায়ুনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সিদাহমেদ এরগুইবি।
ফিফা এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ না থাকার ফলে পশ্চিম সাহারা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং আফ্রিকা কাপ অফ নেশন্সে অংশগ্রহণ করতে পারেনি। ফিফা বহির্ভূত ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত কনিফা বিশ্ব ফুটবল কাপেও পশ্চিম সাহারা এপর্যন্ত একবারও অংশগ্রহণ করেনি।
র্যাঙ্কিং
সম্পাদনাফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে পশ্চিম সাহারার কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে পশ্চিম সাহারার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৮৭তম (যা তারা ২০১২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯১। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৮৯ | ১ | ডোমিনিকা | ১০০১ |
১৯০ | ৩ | পশ্চিম সাহারা | ৯৯৬ |
১৯১ | ২ | লিশটেনস্টাইন | ৯৫৬ |
১৯২ | গ্রিনল্যান্ড | ৯৫৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- কনিফা-এ সাহরাউই ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ মার্চ ২০১৯ তারিখে (ইংরেজি)