পশ্চিম পৈলনপুর ইউনিয়ন
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন সিলেট বিভাগ এবং সিলেট জেলার ওসমানী নগর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।
পশ্চিম পৈলনপুর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৮′৭.০০১″ উত্তর ৯১°৪২′৫২.৯৯৯″ পূর্ব / ২৪.৬৩৫২৭৮০৬° উত্তর ৯১.৭১৪৭২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | ওসমানীনগর উপজেলা |
আয়তন | |
• মোট | ২,০৮৯ হেক্টর (৫,১৬৩ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৪,১০৬ |
• জনঘনত্ব | ৬৮০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ০৮ ৬৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাপশ্চিম পৈলনপুর ইউনিয়নের আয়তন ৫১৬৪ একর (৯ বর্গ কিলোমিটার)। এই ইউনিয়নে ১৮৮৪ টি পরিবার বাস করে।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাবাংলাদেশর ১৯৯১ আদমশুমারি অনুযায়ী পশ্চিম পৈলনপুর ইউনিয়নের জনসংখ্যা ১১,৬০৫ জন।[১] এর মধ্যে মহিলা ৫১%, এবং পুরুষ ৪৯%।
ইতিহাস
সম্পাদনাগ্রাম এবং মৌজা
সম্পাদনাপশ্চিম পৈলনপুর ইউনিয়নে ২৬টি গ্রাম এবং ১৪টি মৌজা আছে। এবং সেখানে ৯টি ওয়ার্ড রয়েছে। তন্মধ্যে একনম্বর ওয়ার্ডটি হচ্ছে বল্লভপুর। একটি গ্রাম নিয়েই এই ওয়ার্ড গঠিত। এখানে রয়েছে ৩টি জামে মসজিদ। একটি কওমি মাদ্রাসা। এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মসজিদগুলোর মধ্যে বল্লভপুর পূর্বপাড়া একটি, বল্লভপুর চৌধুরী বাড়ী একটি এবং পশ্চিমপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ অবস্থিত।
শামসুল উলুম বল্লভপুর মাদ্রাসার পাশেও একটি জামে মসজিদ রয়েছে।
ভাষা ও সংস্কৃতি
সম্পাদনাপ্রশাসনিক অবকাঠামো
সম্পাদনা৯ টি ওয়ার্ড এবং ২৬ টি মহল্লা নিয়ে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০০৭।