পশ্চিমবঙ্গ পুলিশ
পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ সংস্থা
পশ্চিমবঙ্গ পুলিশ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ১৮৬১ সালের পুলিশ আইন অনুযায়ী এই সংস্থাটি গঠিত হয়। এই সংস্থার দায়িত্বে থাকেন পুলিশের মহানির্দেশক। তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র (পুলিশ) বিভাগের নিকট দায়বদ্ধ থাকেন।
পশ্চিমবঙ্গ পুলিশ West Bengal Police | |
---|---|
সংক্ষেপ | WBP |
সংস্থা পরিদর্শন | |
কর্মচারী | পুলিশ সুপার: অতিরিক্ত পুলিশ সুপার উপ পুলিশ সুপার পরিদর্শক: সহকারী পরিদর্শক উপ-পরিদর্শক সহঃ উপ পরিদর্শক ইত্যাদি |
অঞ্চল কাঠামো | |
পরিচালনার অঞ্চল | পশ্চিমবঙ্গ, ভারত |
পরিচালনা পর্ষদ | পশ্চিমবঙ্গ সরকার |
সাধারণ প্রকৃতি | |
পরিচালনামূলক কাঠামো | |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
সংস্থার কার্যনির্বাহকগণ |
|
অন্তর্ভুক্ত সংস্থা |
|
পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের দুটি সাধারণ পুলিশ জেলার একটি। পশ্চিমবঙ্গ পুলিশের এক্তিয়ারে রয়েছে কলকাতা বাদে পশ্চিমবঙ্গের অবশিষ্ট ২২টি জেলা। রাজ্যের অপর সাধারণ পুলিশ জেলা কলকাতা পুলিশের এক্তিয়ারে রয়েছে কলকাতা মহানগরীয় অঞ্চল। ব্রিটিশ আমল থেকেই কলকাতা পুলিশ রাজ্য পুলিশের নিয়ন্ত্রণমুক্ত।
সিভিল পুলিশ
সম্পাদনাফৌজদারি তদন্ত বিভাগ - এই বিভাগ বিভিন্ন কেসের তদন্ত করে থাকে। বর্তমানে এর প্রধান হচ্ছেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার , অনুুুজ শর্মা। তিনি উপ মহাপরিদর্শক পদমর্যাদায় রয়েছেন।