পল গ্রিনগ্রাস (ইংরেজি: Paul Greengrass; ১৩ আগস্ট ১৯৫৫) হলেন একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সাবেক সাংবাদিক। তিনি বাস্তব ঘটনাবলির নাট্যধর্মী চিত্রায়ন এবং তার নিজস্ব হস্ত-ক্যামেরায় দৃশ্য ধারণের জন্য বিখ্যাত। তার শুরুর দিকের চলচ্চিত্র ব্লাডি সানডে ৫২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভল্লুক জয় করে। তিনি জেসন বর্ন ধারাবাহিকে তিনটি চলচ্চিত্র: দ্য বর্ন সুপ্রিমেসি (২০০৪), দ্য বর্ন আল্টিমেটামজেসন বর্ন (২০১৬) পরিচালনা করেন। তিনি ইউনাইটেড নাইটি থ্রি (২০০৬) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল গ্রিন জোন (২০১০) ও ক্যাপ্টেন ফিলিপস (২০১৩)। ২০০৪ সালে তিনি ওমাঘ চলচ্চিত্র সহ-রচনা ও সহ-প্রযোজনা করেন, যা ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কার অর্জন করে।

পল গ্রিনগ্রাস

২০০৭ সালে গ্রিনগ্রাস ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতাদের পেশাদার সংস্থা ডিরেক্টরস ইউকে প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন এবং ২০১৪ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে দ্য ডেইলি টেলিগ্রাফ তাকে ব্রিটিশ সংস্কৃতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তালিকায় স্থান দেয়।[১] "টেলিভিশন ও চলচ্চিত্রে তার অনন্য অবদানের" স্বীকৃতি হিসেবে ২০১২ সালের অক্টোবর মাসে তিনি কিংস্টন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি অর্জন করেন।[২] ২০১৭ সালে তিনি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ফেলোশিপ লাভ করেন।[৩]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

গ্রিনগ্রাস ১৯৫৫ সালের ১৩ই আগস্ট ইংল্যান্ডের সারির চিমে জন্মগ্রহণ করেন। তার মাতা শিক্ষক ছিলেন এবং তার পিতা নাবিক ও ব্যবসায়ী ছিলেন।[৪][৫] তার ভাই বিখ্যাত ইংরেজ ইতিহাসবেত্তা মার্ক গ্রিনগ্রাস

তিনি ওয়েস্টকোর্ট প্রাইমারি স্কুল, গ্রেভসেন্ড গ্রামার স্কুল ও সেভেনোয়াকস স্কুলে পড়াশোনা করেন। তিনি ক্যামব্রিজের কুইন্স কলেজে ইংরেজি সাহিত্য বিষয়ে অধ্যয়ন করেন।[৬]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা
পরিচালক লেখক প্রযোজক
১৯৮৯ রিসারেক্টেড হ্যাঁ
১৯৯৪ ওপেন ফায়ার হ্যাঁ হ্যাঁ টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৬ দি ওয়ান দ্যাট গট অ্যাওয়ে হ্যাঁ হ্যাঁ টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৭ দ্য ফিক্স হ্যাঁ হ্যাঁ টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৮ দ্য থিওরি অব ফ্লাইট হ্যাঁ
১৯৯৯ দ্য মার্ডার অব স্টিভেন লরেন্স হ্যাঁ হ্যাঁ টেলিভিশন চলচ্চিত্র
২০০২ ব্লাডি সানডে হ্যাঁ হ্যাঁ
২০০৪ ওমাঘ হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কার শ্রেষ্ঠ একক নাটক
দ্য বর্ন সুপ্রিমেসি হ্যাঁ
২০০৬ ইউনাইটেড নাইটি থ্রি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
মনোনীত — শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার
মনোনীত — শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার
২০০৭ দ্য বর্ন আল্টিমেটাম হ্যাঁ মনোনীত — শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
মনোনীত — শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার
২০১০ গ্রিন জোন হ্যাঁ হ্যাঁ
২০১৩ ক্যাপ্টেন ফিলিপস হ্যাঁ মনোনীত — শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার
মনোনীত — শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার
মনোনীত — গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)
২০১৬ জেসন বর্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
২০১৮ টোয়েন্টি টু জুলাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The 100 most powerful people in British culture: 41-60"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  2. "Stay true to your point of view, Bourne director says"কিংস্টন বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। লন্ডন। ২৭ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  3. "Paul Greengrass to receive BFI Fellowship at BFI London Film Festival Awards Ceremony"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  4. থর্প, ভানেসা (৫ আগস্ট ২০০৭)। "The Observer profile: Paul Greengrass"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  5. ব্রাউন, মিক (৪ আগস্ট ২০০৭)। "Straight shooting"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। লন্ডন। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  6. "Paul Greengrass: Description"এএমসি (ইংরেজি ভাষায়)। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা