পল অ্যাডামস

ক্রিকেটার

পল রিগ্যান অ্যাডামস (ইংরেজি: Paul Adams; জন্ম: ২০ জানুয়ারি, ১৯৭৭) কেপ টাউনে জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। চায়নাম্যান বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন। ১৯৯০-এর দশকে জাতীয় দলের বিচ্ছুরণে প্রভূতঃ ভূমিকা রাখেন। পাশাপাশি প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪১২ উইকেট দখল করেন পল অ্যাডামস[১]

পল অ্যাডামস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপল রিগ্যান অ্যাডামস
জন্ম (1977-01-20) ২০ জানুয়ারি ১৯৭৭ (বয়স ৪৭)
কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
ডাকনামগগস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেফট-আর্ম চায়নাম্যান
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৬৩)
২৬ ডিসেম্বর ১৯৯৫ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১০ মার্চ ২০০৪ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৭)
৯ জানুয়ারি ১৯৯৬ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই১০ জুলাই ২০০৩ বনাম জিম্বাবুয়ে
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৫-২০০৮ওয়েস্টার্ন প্রভিন্স
২০০৪-২০০৫ওয়েস্টার্ন প্রভিন্স বোল্যান্ড
২০০৫-২০০৮কেপ কোবরাস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪৫ ২৪ ১৪১ ৭৬
রানের সংখ্যা ৩৬০ ৬৬ ১৭৫২ ১৮০
ব্যাটিং গড় ৯.০০ ১৬.৫০ ১৭.১৭ ১১.২৫
১০০/৫০ ০/০ ০/০ ০/২ ০/০
সর্বোচ্চ রান ৩৫ ৪৮* ৭০ ৩৩*
বল করেছে ৮৮৫০ ১১০৯ ২৭১০২ ৩১৫৬
উইকেট ১৩৪ ২৯ ৪১২ ৮৪
বোলিং গড় ৩২.৮৭ ২৮.১০ ৩২.৬৬ ২৬.৯২
ইনিংসে ৫ উইকেট ১৬
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/১২৮ ৩/২৬ ৯/৭৯ ৩/১২
ক্যাচ/স্ট্যাম্পিং ২৯/– ৭/– ৭৩/– ২২/–
উৎস: ক্রিকইনফো, ২০ ডিসেম্বর ২০১৬

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৯৬-৯৭ মৌসুমে পল অ্যাডামস টেস্টে ৬/৫৫ পেয়েছিলেন। তার পূর্বে ছয় বা ততোধিক উইকেট লাভের ক্ষেত্রে ইনিংসে দক্ষিণ আফ্রিকান স্পিনারদের মধ্যে ১৯৬৩-৬৪ মৌসুমে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ডেভিড পিথে ৬/৫৮ ও ১৯৫৬-৫৭ মৌসুমে হিউ টেফিল্ড ৬/৭৮ পেয়ে এ সাফল্য অর্জন করেছিলেন।

অ্যাডামসের বোলিং ভঙ্গীমা খুবই উচ্চমানের আন-অর্থোডক্স পর্যায়ের। বিখ্যাত ইংরেজ অধিনায়ক মাইক গ্যাটিং এ ধরনের বোলিংকে ‘ব্লেন্ডারের মধ্যে থাকা ঘূর্ণায়মান ব্যাঙের’ সাথে তুলনা করেছিলেন।[১] তাস্বত্ত্বেও তার এ বোলিং ভঙ্গীমা বৈশ্বিক ব্যাটসম্যানদেরকে বেশ আশ্চর্যান্বিত করেছিল। খুব শীঘ্রই অস্ট্রেলীয়রা তার বলের বৈচিত্রতায় দিশেহারা হয়ে পড়ে। পরবর্তীতে তার বোলিং বেশ অকার্যকর হতে থাকে। ডিসেম্বর, ২০০৬ সালে তাকে পুনরায় টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পরই বাদ দেয়া হয়।

অবসর সম্পাদনা

তিনি বলকে বামহাতের দুই আঙ্গুল - বৃদ্ধাঙ্গুলী ও কনিষ্ঠায় নিয়ে অদ্ভুতভাবে বোলিং করতেন। সর্বশেষ টেস্ট খেলার চার বছর ও একদিনের আন্তর্জাতিক খেলার পাঁচ বছর পর ২ অক্টোবর, ২০০৮ তারিখে পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। ২০১২-১৩ মৌসুমে তিনি কেপ কোবরাস ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Manthorp, Neil। "Player Profile: Paul Adams"। CricInfo। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-০২ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা