পলি বার্জেন

অভিনেত্রী, গায়িকা,উদ্যোক্তা

পলি বার্জেন (জন্ম: নেলি পলিনা বুরজিন; ১৪ জুলাই ১৯৩০ - ২০ সেপ্টেম্বর ২০১৪)[১] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা, টেলিভিশন উপস্থাপক, লেখিকা ও উদ্যোক্তা। তিনি জীবনীমূলক টেলিভিশন চলচ্চিত্র দ্য হেলেন মরগান স্টোরি-তে হেলেন মরগান চরিত্রে অভিনয় করে সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কেপ ফিয়ার (১৯৬২) ও দ্য কেয়ারটেকার্স (১৯৬৩); দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য তিনি সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। মঞ্চে ফলিস নাটকে কারলোত্তা কাম্পিয়ন চরিত্রে তার কাজের জন্য তিনি ২০০১ সালে সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

পলি বার্জেন
Polly Bergen
১৯৫৩ সালে বার্জেন
জন্ম
নেলি পলিনা বুরজিন

(১৯৩০-০৭-১৪)১৪ জুলাই ১৯৩০
মৃত্যু২০ সেপ্টেম্বর ২০১৪(2014-09-20) (বয়স ৮৪)
সাউথবারি, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী, গায়িকা, টেলিভিশন উপস্থাপক, লেখিকা, উদ্যোক্তা
কর্মজীবন১৯৪৯-২০১২
দাম্পত্য সঙ্গীজেরোম কোর্টল্যান্ড
(বি. ১৯৫০; বিচ্ছেদ. ১৯৫৫)

ফ্রেডি ফিল্ডস
(বি. ১৯৫৭; বিচ্ছেদ. ১৯৭৫)

জেফ্রি এন্ডারভেল্ট
(বি. ১৯৮২; বিচ্ছেদ. ১৯৯০)
সন্তান৩, ক্যাথি ফিল্ডস (সৎ-সন্তান)-সহ

তিনি সাপ্তাহিক বিচিত্রানুষ্ঠান দ্য পলি বার্জেন শো-এর উপস্থাপক এবং টিভি ক্রীড়া অনুষ্ঠান টু টেল দ্য ট্রুথ-এর নিয়মিত প্যানেল সদস্য ছিলেন। এছাড়া তাকে দ্য সোপরানোসডেস্পারেট্‌ হাউজওয়াইভ্‌স ধারাবাহিকে নিয়মিত চরিত্রে দেখা যায়। তিনি সৌন্দর্য, ফ্যাশন ও মোহনীয়তার উপর তিনটি বই লিখেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

বার্জেন ১৯৩০ সালের ১৪ই জুলাই টেনেসির নক্সভিলে জন্মগ্রহণ করেন। তার মাতা লুসি (বিবাহপূর্ব লহর্ন; ১৯০৯-১৯৮৫) এবং পিতা উইলিয়াম হিউ বুরজিন (১৯০৯-১৯৮২) ছিলেন প্রকৌশলী।[২] তার পিতার গায়কী প্রতিভা ছিল এবং তিনি তার কন্যার সাথে ১৯৫৭-১৯৫৮ সালে প্রচারিত দ্য পলি বার্জেন শো-এর কয়েকটি পর্বে কাজ করেছেন এবং পরবর্তীকালে তারা যৌথভাবে কলাম্বিয়া রেকর্ডস থেকে এলপি পলি অ্যান্ড হার পপ অ্যালবাম প্রকাশ করেন।

কর্মজীবন সম্পাদনা

বার্জেন ১৯৫০-এর দশকের প্লেহাউজ নাইটি টেলিভিশন ধারাবাহিকের দ্য হেলেন মরগান স্টোরি পর্বে সঙ্গীতশিল্পী হেলেন মরগান চরিত্রে অভিনয় করে সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।[৩] এই সময়ে তিনি কলাম্বিয়া রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন এবং রেকর্ডিং পেশায় সফলতা লাভ করেন। এই দশকে তিনি কোমল পানীয় পেপসির কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার মধ্য দিয়ে "দ্য পেপসি কোলা গার্ল" নামে পরিচিতি লাভ করেন।[১]

বার্জেন বেলাস্কো থিয়েটারে স্টিভেন সোন্ডহাইমের ফলিস নাটকে কারলোত্তা কাম্পিয়ন চরিত্রে অভিনয় করে ২০০১ সালে সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] তিনি ২০০০-এর দশকে এইচবিও'র টিভি ধারাবাহিক দ্য সোপরানোস-এ ফ্র্যান ফেলস্টেইন চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত ডেস্পারেট্‌ হাউজওয়াইভ্‌স ধারাবাহিকে স্টেলা উইংফিল্ড চরিত্রে অতিথি ভূমিকায় অভিনয় করে একটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।<ref name="emmys"/ >

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Polly Bergen Dies at 84; Emmy-Winning Actress" (ইংরেজি ভাষায়)। দ্য নিউ ইয়র্ক টাইমস। সেপ্টেম্বর ২০, ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  2. "Polly Bergen profile" (ইংরেজি ভাষায়)। ফিল্ম রেফারেন্স। ফেব্রুয়ারি ৫, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  3. "Emmy Awards Search – Polly Bergen"। টেলিভিশন একাডেমি। সেপ্টেম্বর ২১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  4. "2001 Tony Award Nominations"লস অ্যাঞ্জেলেস টাইমস। মে ৮, ২০০১। সেপ্টেম্বর ২১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা