পরেশ ধর
পরেশ ধর (৯ আগস্ট ১৯১৮ – ৬ এপ্রিল ২০০২) একজন বাঙালী গনসঙ্গীতশিল্পী ও গীতিকার।
প্রারম্ভিক জীবন
সম্পাদনা১৯১৮ সালে কলকাতা, ব্রিটিশ ভারতে তিনি জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরের অন্তর্গত কাননীসার গ্রামে। পিতার নাম যামিনীকান্ত ধর ও মায়ের নাম তুলসীরানি দেবী। পরেশ ধর ওরিয়েন্টাল সেমিনারি স্কুল পাশ করে স্কটিশ চার্চ কলেজে স্নাতকে শিক্ষালাভ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি পান। তাদের বাড়ীতে সঙ্গীতচর্চ্চার পরিবেশ ছিল। তাঁর রাগ সঙ্গীত-শিক্ষার হাতে খড়ি হয়েছিল নিজের কাকার কাছে। পরে তালিম নেন জোড়াবাগানের রামকানাই ভট্টাচার্যের কাছে। কলেজে পড়ার সময় তিনি আকাশবাণী কলকাতায় বাঁশি বাজানো শুরু করেন। তিনি উদয় শঙ্করের দলে বংশীবাদক হিসাবেও কাজ করেন।[১]
অবদান
সম্পাদনা১৯৪৬ খ্রিষ্টাব্দের তিনি গণনাট্য সংঘে যোগ দেন। তাঁর গান সরকারের রোষানলেও পড়ে। আকাশবাণী বেতার কর্তৃপক্ষের আপত্তিতে কারখানা কলে গানটির সব রেকর্ড নষ্ট করে দেওয়া হয় এবং গানটির বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। মতাদর্শগত পার্থক্যের কারণে ১৯৫০ খ্রিষ্টাব্দে তিনি গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজে গান রচনা করতে থাকেন। এইচএমভিতে কিছুকাল প্রশিক্ষকরূপে কাজ করেছেন পরেশ ধর। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় চারশো যেগুলোর মধ্যে গণসঙ্গীতের সংখ্যা প্রায় দুশো। তাঁর প্রকাশিত বই গুলি হল তিন খণ্ডে একগুচ্ছ গণসংগীত, আমি যে রোজ দেখি আমার মাকে ও অসংখ্য বাসুদেবের পদধ্বনি। তাঁর রচিত তিনটি গীতিনাট্য হচ্ছে দুর্ভিক্ষের পাঁচালী, শান্তি তরজা এবং ভোট রঙ্গ। তাঁর গানে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, বেচু দত্ত, বাণী ঘোষাল ও সুপ্রীতি ঘোষ।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "অনুশীলন, অভিধান, বাংলা পাঠ্য-ভাষাংশ এবং সহায়ক বিশ্বকোষ কার্যক্রম"। onushilon.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- ↑ Mukhopadhyay, Hemanta (২০১৬-০৮-৩১)। Anandadhara (Bengali) (Free Sample)। SwiftBoox।