পরিশেষ (কাব্যগ্রন্থ)

পরিশেষ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১] এটি ১৯৩২ সালে প্রকাশিত হয়।[১]

পরিশেষ
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশিত১৯৩২
পরিশেষ-রবীন্দ্রনাথ ঠাকুর

মূল বিষয়বস্তু সম্পাদনা

রবীন্দ্রনাথের শেষ জীবনের কাব্যগুলিতে লক্ষ্যনীয় অতীত দুঃখের স্মৃতিচারণা, বাহ্যিক বস্তুর প্রতি আসক্তি-নিরাসক্তির দ্বন্দ্ব ইত্যাদি বিষয় "পরিশেষ" কাব্যেও বর্তমান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুুলাই - ২০০৭, বাণী বিতান।

বহিঃসংযোগ সম্পাদনা