পঞ্চক্রোশী ইউনিয়ন

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার একটি ইউনিয়ন
(পন্ঞ্চক্রোশী থেকে পুনর্নির্দেশিত)

পঞ্চক্রোশী উল্লাপাড়া উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন।

পঞ্চক্রোশী
ইউনিয়ন
১২ নং পঞ্চক্রোশী ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচৌহালী উপজেলা
উপজেলাউল্লাপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
আয়তন
 • মোট২,৯০৯ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৯,১১২
সাক্ষরতার হার
 • মোট৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৭৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান সম্পাদনা

পঞ্চক্রোশী উল্লাপাড়া উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন। এটি উপজেলার সবচেয়ে পূর্বে অবস্থিত। এর দক্ষিণে সলপ ইউনিয়ন। দক্ষিণ পশ্চিমে উল্লাপাড়া পৌরসভা, পশ্চিমে উল্লাপাড়া পৌরসভা, উত্তর-পশ্চিমে বড়হর ইউনিয়ন। উত্তরে বড়হড় ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা। পূর্বে কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর, পূর্ব-দক্ষিণে রায় দৌলতপুর ইউনিয়ন ও সলপ ইউনিয়ন।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এই ইউনিয়নে ১৩ টি মৌজা ও ২৫ টি গ্রাম আছে। 1. রামকান্তপুর :৩৯৬৬ জন ২। চরসাতবাড়ীয়া :৫২ জন ৩। বন্যাকান্দী :৩৪৩০ জন ৪। চরকালিগঞ্জ :৯৮৩ জন ৫। পুর্বসাতবাড়ীয়া :১৫১০ জন ৬। পেচরপাড়া :১১৫০ জন ৭। চরপেরপাড়া :১৩৯২ জন ৮। কালিগঞ্জ :২০৩০ জন ৯। বেতবাড়ী :২০১০ জন ১০। বেতকান্দী :৪৮০০জন ১১। দমদমা :২৪২০ জন ১২। চরদমদমা :১৫২০ জন ১৩। বনবাড়ীয়া :১৩১০ জন ১৪। রাঘবাড়ীয়া ফকির পাড়া :৩৬০ জন ১৫। সদাই :৩১৩০ জন ১৬। মনিরপুর :৭৫০ জন ১৭। বড়লক্ষীপুর :১৪৭৫ জন ১৮। ছোটলক্ষীপুর :৬৯০ জন ১৯। ভদ্রকোল :২০১০ জন ২০। শাহিকোলা :২৩৩০ জন ২১। শাহজাহান পুর :২৬৬০ জন ২২। মাটিকোড় :৩৭০০ জন ২৩। পঞ্চকোশী :১০৮০ জন ২৪। পাথার পাড়া ৯০০ জন ২৫।কাজিপাড়া :২১৮০ জন ২৬। রাঘবাড়িয়া :৯৬০ জন

ইতিহাস সম্পাদনা

এক নজরে ১২নংপঞ্চক্রোশী পরিষদ ১) ইউনিয়নের নাম : পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ ২) ইউনিয়ন পরিষদের আয়তন : ২৯০৯ বর্গ কিলোমিটার ৩) মোট মৌজা : ১৩টি ৪) মোট গ্রাম : ২৫টি ৫) মোট জনসংখ্যা : ৪৯,১১২জন ৬) পুরুষ  : ২৫,৭৪২জন ৭) মহিলা : ২৩,৩৭০জন ৮) মোট খানা : ৯৪৪৩টি ৯) শিক্ষারহার : ৯০% ১০) পুরুশ : ৭৫% ১১) মহিলা : ৬০% ১২) অগভীর নলকূপ বিদ্যু : ১৪২৮টি ১৩) অগভীর নলকুপ ডিজেল: ১৪) গভীর নলকূপ বিদ্যু : ৬টি ১৫) গভীর নণকুপ ডিজেল : ১৩৫৭ টি ১৬)শক্তিচালিত নলকুপ বিদ্যু : ৬ টি ১৭) শক্তিচালিত ডিজেল :১৮)পাওয়ার টিলার : ১৯) মারাই যন্ত্র : ২০) মোট জমি :২৯০৯ হেক্টর ২১) আবাদী জমির পরিমান : ২২৭৬ ২২)অনাবাদী জমির পরিমাণ : ৬৩১ একর ২৩) এক ফসলি জমির পরিমাণ : ১৭০ হেক্টর ২৪) দো- ফসলি জমির পরিমাণ : ১২৮৪ হেক্টর ২৫) তিন ফসলি জমির পরিমাণ : ৮২২ হেক্টর ২৬) চার ফসলি জমির পরিমাণ : ১৪০ হেক্টর ২৭) মোট ফসলি জমির পরিমাণ : ২৮) মোট খাদ্য উৎপাদন :৯৩০১ ২৯) মোট খাদ্য চাহিদা :৮৫৪৫ ৩০) উর্দ্বত্ত খাদ্য:৭৫৬ ৩১) ভুমিহীন চাষী  : .০৪শতক ৩২) প্রান্তিক চাষী : .০৫.৪৯ শতক ৩৩) ক্ষুদ্র চাষী : .০৫০-২.৪৯ শতক ৩৪) মাঝারী চাষী : ২.৫০ -৭.৪৯ শতক ৩৫)বড় চাষী : ৭.৫০ শতক এর ঊর্ধ্বে৩ ৬) সরকারি প্রাথমিক বিদ্যালয় : ১৬টি ৩৭) বে- সরকারি (রেজি:) বিদ্যালয় : ৬টি ৩৮) হাফিজিয়া মাদ্রাসা : ৪টি ৩৯) কমিউনিটি ক্লিনিক : ৫টি ৪০) খোয়াড় : ৪টি ৪১) মসজিদ : ৬৯টি ৪২) মন্দির : ৪টি ৪৩) ভোটার মোট :২৫,৫৫১ জন ৪৪) পুরুষ ভোটার :১২৭০৫ জন ৪৫) মহিলা ভোটার : ১২৮৪৬ ৪৬) কবরস্থান : ১২টি ৪৭) শ্মাশন : ১টি

শিক্ষা সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা