পদ্মনাভ বরদলৈ (অসমীয়া: পদ্মনাভ বৰদলৈ) একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক [১]। তিনি বাংলা, হিন্দী, নেপালী, মারাঠিইংরেজি ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রথম হিন্দী গান তেরি জো বাতে হ্যায় গানের জন্য তিনি গ্লোব্যাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমী পুরস্কারের নন ফিল্ম শাখায় মনোন্নিত হয়েছিলেন[২][৩]। অংগরাগ মহন্তের পরে তিনিই এই পদে মনোনীত দ্বিতীয় অসমীয়া ব্যক্তি[৪]

পদ্মনাভ বরদলৈ
প্রাথমিক তথ্য
জন্ম (1988-08-24) আগস্ট ২৪, ১৯৮৮ (বয়স ৩৫)
গুয়াহাটী, আসাম, ভারত
ধরনভারতীয় শাস্ত্ৰীয় সঙ্গীত, অসমীয়া লোকগীত, পাশ্চাত্য সঙ্গীত,
পেশাসংগীত পরিচালক, গীতিকার, সংগীত ব্যবস্থাপক
বাদ্যযন্ত্রকণ্ঠ
লেবেলবিভিন্ন
জাতীয়তাভারত ভারতীয়

জন্ম সম্পাদনা

১৯৮৮ সালের ২৪ আগস্ট তারিখে বিপুল শর্মার ঔরস ও প্রণিতা শর্মার গর্ভে আসামের গুয়াহাটিতে পদ্মনাভ বরদলৈয়ের জন্ম হয়। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের প্রশিক্ষণ প্রাপ্ত করেছেন[১]। ইন্ডিয়ান আয়ডোলের ফাইনেলিস্টে পৌঁছানো প্রথম অসমীয়া ব্যক্তি ছিলেন তিনি। পরবর্তী সময়ে জিটিভি সারেগামাপার ফাইনালিস্ট হয়েছিলেন। তিনি রাস্তে নামক দ্বি-ভাষিক অ্যালবামের শিল্পী ছিলেন[৫]

সম্মান ও পুরস্কার সম্পাদনা

  • সোনী টিভির ইন্ডিয়ান আইডল সিজন-৩র প্ৰতিযোগী হওয়া উত্তর পূর্ব ভারতের প্ৰথম ব্যক্তি
  • জীটিভির সা রে গা মা পা ২০১২-র প্ৰথম ৮ ফাইনেলিস্ট
  • আকাশবাণীর ২০০৪ সনত অনুজ্ঞাপ্ৰাপ্ত সুগম সংগীত/আধুনিক সঙ্গীত কণ্ঠশিল্পী
  • ২০০৮ সালের Young Achievers Award প্ৰাপ্ত
  • তেরি জো বাতেঁ হ্যের বাবে গ্লোবেল ইন্ডিয়ান মিউজিক একাডেমি পুরস্কার নন-ফিল্ম শাখাতে মনোনয়ন লাভ
  • Ramdhenu Viewers Choice Awards 2016র শ্ৰেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ

সংগীত সম্পাদনা

  • ধ্বনি(২০১০)
  • রাস্তে (আলিবাট) (২০১৪)
  • দিহিং দিসাং ডিমোরু (২০১৬)
  • তেরি জো বাতেঁ হ্যে'
  • আগুয়াই যাওঁ আমি
  • দিলকশী
  • বিহু মারুগৈ আহ
  • জোনাকে বিসারে
  • অ' বোলো রৈ যা
  • রুমঝুম
  • বগাকৈ ধুনীয়া ( দ্বৈত কণ্ঠর গীত)
  • আই এম ইন লাভ (অসমীয়া আধুনিক গীত)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Padmanav Bordoloi Concert in UK"। assamtimes.org। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৫ 
  2. "Non-Film Nominees"GIMA। GIMA। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৪ 
  3. "Padmanav Bordoloi Nominated for GIMA 2016"Guwahati। vibesnortheast.in। ৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 
  4. "Padmanav Bordoloi nominated for Gobal Indian Music Academy Award"Guwahati। The North-East Today। ২০১৬-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৪ 
  5. "Padmanav Bordoloi releases his first Bihu xuriya album dihing disang dimoru"Guwahati। Magical Assam।