পুদুচেরি
পন্ডিচেরি, ২০০৬ সাল থেকে সরকারি নামে পুদুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি একটি ভূতপূর্ব ফরাসি উপনিবেশ। চারটি অসংলগ্ন ছিটমহল বা জেলা নিয়ে গঠিত। অঞ্চলের নামকরণ হয়েছে বৃহত্তম জেলা পন্ডিচেরির নাম অনুসারে। সেপ্টেম্বর, ২০০৬ নাগাদ ফরাসি নাম 'পন্ডিচেরি'র বদলে তামিল নাম 'পুদুচেরি' রাখা হয়।[৪] একে "প্রাচ্যের ফরাসি রিভিয়েরা"ও বলা হয়।
পুদুচেরি புதுச்சேரி - Pondichéry Pondicherry | |
---|---|
কেন্দ্রশাসিত অঞ্চল | |
![]() Location of Puducherry (marked in red) in Republic of India | |
স্থানাঙ্ক: ১১°৫৬′ উত্তর ৭৯°০৮′ পূর্ব / ১১.৯৩° উত্তর ৭৯.১৩° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
গঠন | ৭ জানুয়ারী, ১৯৬৩ |
রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর | পুদুচেরি (শহর) |
District(s) | ৪ |
সরকার | |
• Lieutenant Governor | কিরণ বেদি [১] |
• Chief Minister | N. Rangaswamy (AINRC) |
• Legislature | Unicameral (33*seats) |
আয়তন | |
• মোট | ৪৯২ বর্গকিমি (১৯০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১২,৪৪,৪৬৪ |
• ক্রম | 2nd |
• জনঘনত্ব | ২,৫০০/বর্গকিমি (৬,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-PY |
দাপ্তরিক ভাষাসমূহ | তামিল মালয়ালম তেলুগু ফরাসি |
ওয়েবসাইট | www.py.gov.in [২][৩] |
^* 30 elected, 3 nominated |
ভারতের ফরাসি উপনিবেশসমুহ নিয়েই এই কেন্দ্র শাসিত অঞ্চল গঠিত ৷ ১৯৫৪ সালের ১লা নভেম্বর ফরাসি সরকার ভারতের সমস্ত উপনিবেশগুলি বিনাশর্তে ভারতের কাছে সমার্পন করেন ৷ ভারতের ইতিহাসে এই ঘটনাকে DE FACTO TRANSFER OF PONDICHERRY বলা হয় ৷ পন্ডিচেরীর বহু মানুষ ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন ৷
পরবর্তীকালে চন্দননগরের স্থানীয় মানুষের গণদাবী অনুযায়ী এটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় ৷ বাকী চারটি উপনিবেশ নিয়ে পন্ডিচেরী কেন্দ্র শাসিত অঞ্চল গঠিত হয় ৷ ১লা নভেম্বরকে এখানে স্থানীয় স্বাধীনতা দিবস বা De Facto Merger Day হিসাবে পালন করা হয় ৷
অবস্থানসম্পাদনা
পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটি দক্ষিণ ভারতীয় উপদ্বীপে অবস্থিত। কেন্দ্রশাসিত অঞ্চলের পুদুচেরি জেলাটি উত্তরে তামিলনাড়ুর ভিলুপ্পুরম ও দক্ষিণে কডলুর জেলা দ্বারা; কারাইকল জেলাটি উত্তরে ময়িলাড়ুতুরাই, পশ্চিমে তিরুভারুর ও দক্ষিণে নাগপত্তনম জেলা দ্বারা; ইয়ানম জেলাটি অন্ধপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা দ্বারা এবং মাহে জেলাটি উত্তরে কেরালার কণ্ণুর ও দক্ষিণে কালিকট জেলা দ্বারা পরিবেষ্টিত।[৫]
ধর্মসম্পাদনা
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
রাজ্যের কারাইকাল-এ একটি ২০১০ সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রযুক্তিক প্রতিষ্ঠান রয়েছে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Puducherry L-G Kataria sacked"। Indian Expres। ১১ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪।
- ↑ "Press Release" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Government of Puducherry Directorate of Information Technology। ১১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "NIC Puducherry"। Pon.nic.in। ৭ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪।
- ↑ Bill to rename Pondicherry as Puducherry passed <http://www.hindu.com/2006/08/22/stories/2006082207481000.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ অক্টোবর ২০১২ তারিখে>.
- ↑ https://www.mapsofindia.com/maps/pondicherry/tehsil/
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |