পটুয়াখালী সরকারি মহিলা কলেজ

পটুয়াখালী সরকারী মহিলা কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৬ সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়।[১][২][৩]

পটুয়াখালী সরকারী মহিলা কলেজ
ঠিকানা, ,
২২°২১′৪৩″ উত্তর ৯০°২০′৪৪″ পূর্ব / ২২.৩৬১৮১৮° উত্তর ৯০.৩৪৫৬৫৪° পূর্ব / 22.361818; 90.345654
শিক্ষাঙ্গনপটুয়াখালী সদর,বরিশাল
মানচিত্র

প্রতিষ্ঠার পটভূমি সম্পাদনা

১৯৫৬ সালে ভোলায় একটি ও পিরোজপুরে দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। হোসেন শহীদ সোহরায়ার্দী বরিশাল, পিরোজপুর ও ভোলায় জনসভা করেন। স্থানীয় এমএলএ ও নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে তিনি পিরোজপুর, পটুয়াখালী ও ভোলায় একটি করে কলেজ এবং বরিশালে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। এই অঙ্গীকার পূরণের প্রয়াসে ১৯৫৬ সালে পটুয়াখালী কলেজের সাংগঠনিক কমিটি গঠন করা হয়। ১৯৫৭ সালের ৫ জুন পটুয়াখালী কলেজের যাত্রা শুরু হয়। পটুয়াখালী কলেজের প্রথম কার্যক্রম শুরু হয় শহরের বর্তমান পটুয়াখালী সরকারি মহিলা কলেজের জায়গায়। তখন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়।[১]

অবকাঠামো সম্পাদনা

এর ইআইআইএন নাম্বার ১০২৫৯৩। সম্পাদনা

আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য রয়েছে সমকালীন গ্রন্থসমৃদ্ধ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান গবেষণাগার। শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য রয়েছে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক আয়োজন।

বহি:সংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ঢাকা: ভাস্কর প্রকাশনী। 
  2. "বরিশালে সব দিক থেকে এগিয়ে মেয়েরা ॥ অকৃতকার্য সাড়ে ১৫ হাজার পরীক্ষার্থী"web.archive.org। ২০১৫-০৬-০১। Archived from the original on ২০১৫-০৬-০১। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৮ 
  3. "AmaderBarisal.com - বরিশাল বোর্ডে সেরা বিশে পটুয়াখালীর তিন কলেজ"www.amaderbarisal.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]