পটিং মিক্স হল গাছের পুষ্টি সরবরাহ এবং বিভিন্ন রোগ যাতে না হয় আর আগাছামুক্ত বৃদ্ধির জন্য ব্যবহৃত একটি মিডিয়া। শব্দটির প্রথম লিপিবদ্ধ ব্যবহার ১৮৬১ সালে "মার্কিন এগ্রিকালচারিস্ট"-এর একটি সংখ্যা থেকে এসেছে।[১]

পটিং মাটি যুক্ত একটি ফুলের পাত্র

ছাদবাগানের জন্যে পটিং মিক্স উপযুক একটি মিডিয়া। এটি প্রথম উদ্ভাবন করেন জেমস কুডলি ও তার দল। পরে এটির সুফলতা জনপ্রিয়তা বাড়ে। পটিং মিক্স হিসেবে পিট মস, কোকোপিট বা কোকোডাস্ট, পারলাইট, ভার্মিকুলাইট, ঝামা ইট এসবই মূলত ব্যবহৃত হয়। পটিং মিক্স গাছের বৃদ্ধি নিশ্চিত করে ও পানি নিষ্কাশনে সুব্যবস্থা থাকায় মরে যাওয়ার ভয় থাকে না।

পটিং মিক্সের ব্যবহার

  • খুব দ্রুত চারা বৃদ্ধিতে সহায়ক।
  • খরচ তুলনামূলক কম প্রয়োজন হয়।
  • গাছের জন্যে সম্পূর্ণ নিরাপদ।
  • ছাদের মাটি ব্যবহার করা যেমন ব্যয়বহুল, তেমনি অনেক ওজন বৃদ্ধি করে। অন্যদিকে পটিং মিক্স নিজেই হালকা, তাই এটি ছাদে প্রয়োগ করা খুবই সহজ।
  • পটিং মিক্স বেশ দীর্ঘস্থায়ী ও অনেকদিন পর্যন্ত পুষ্টি সরবরাহ করতে সহায়ক।
  • রোগ সংক্রমণ কম ঘটায়।

পটিং মিক্সের উপাদান

  • কোকোডাস্ট
  • পার্লাইট
  • ভার্মিকম্পোস্ট

তথ্যসূত্র সম্পাদনা