পঞ্চম বিক্রমাদিত্য

পঞ্চম বিক্রমাদিত্য (রাজত্বকাল: ১০০৮–১০১৫ খ্রিস্টাব্দ) রাজা সত্যাশ্রয়ের পরে পশ্চিম চালুক্য সিংহাসনে আরোহণ করেন। তাঁর জন্মগত নাম ছিল দশবর্মণ (ওরফে যশোবর্মণ)। তিনি ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় তৈলপ ও তাঁর পত্নী ভাগ্যবতীর কনিষ্ঠ পুত্র।[] সত্যাশ্রয়ের ভ্রাতুষ্পুত্র পঞ্চম বিক্রমাদিত্যের নাতিদীর্ঘ রাজত্বকাল ছিল ঘটনাবিরল। তাঁর পরে তাঁর ভ্রাতা দ্বিতীয় জয়সিংহ ১০১৫ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. K. A. Nilakanta Sastri 1960, পৃ. 323।

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • Nilakanta Sastri, K. A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • K. A. Nilakanta Sastri (১৯৬০)। "The Chāḷukyas of Kalyāṇi and the Kalachuris of Kalyāṇi"। Ghulam Yazdani। The Early History of the Deccan Parts। 1 (Parts I-IV)। Oxford University Press। পৃষ্ঠা 315–468। ওসিএলসি 59001459 
পূর্বসূরী
সত্যাশ্রয়
পশ্চিম চালুক্য
১০০৮–১০১৫
উত্তরসূরী
দ্বিতীয় জয়সিংহ