রবীন্দ্রজয়ন্তী
রবীন্দ্রজয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে, প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়।[১][২][৩][৪] ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়। বহির্বিশ্বের অন্যান্য অঞ্চলের বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।
রবীন্দ্রজয়ন্তী | |
---|---|
অন্য নাম | পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্মোৎসব |
পালনকারী | বাঙালি জাতি |
ধরন | সাংস্কৃতিক |
তাৎপর্য | রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন |
পালন | রবীন্দ্রসংগীত, নৃত্য, নাটক, আলোচনাসভা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান |
তারিখ | ২৫ বৈশাখ (বাংলা পঞ্জিকা) |
সম্পর্কিত | পয়লা বৈশাখ (শান্তিনিকেতন), বাইশে শ্রাবণ |
রবীন্দ্রজয়ন্তী উৎসব উদ্যাপনের অঙ্গ হল রবীন্দ্রসংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্রনাট্যাভিনয়, রবীন্দ্ররচনাপাঠ, আলোচনাসভার আয়োজন ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রস্মৃতিবিজড়িত ভবনগুলিতে এই সময় বিশেষ জনসমাগম দেখা যায়। পশ্চিমবঙ্গে রবীন্দ্রজয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতায় অবস্থিত কবির জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রসদন এবং শান্তিনিকেতনে।
বাংলাদেশে দেশের সর্বত্র ছোটো-বড়ো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়। এছাড়া শিলাইদহ কুঠিবাড়ি ঘিরেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেডিও এবং টেলিভিশনে সারাদিনব্যাপী প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান। সকল পত্র-পত্রিকা এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করে। ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করা হয় রবীন্দ্রমেলার। অন্যান্য কর্মসূচীর মধ্যে থাকে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, নানা প্রদর্শনীর আয়োজন, বই মেলা, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি।
রবীন্দ্রনাথের জীবদ্দশায়ও রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন করা হতো। ঘটা করে, সাড়ম্বরে এ দিবসটি পালনের মধ্য দিয়ে বাঙালি জাতি বাঙালির ভাষা ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি, মন-মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের মহীরূহপ্রতীম অবদানের প্রতি ঋণ স্বীকার করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নোবেলজয়ীকে শ্রদ্ধার্ঘ্য 'দ্য নোবেল প্রাইজ'- এর! কবিগুরুর জন্মবার্ষিকীতে টুইট"। Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।
- ↑ প্রতিনিধি, বিশেষ। "আজ পঁচিশে বৈশাখ"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।
- ↑ "কবিগুরুর ১৬০তম জন্মজয়ন্তী আজ"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।
- ↑ "Rabindranath Tagore Jayanti 2022: Date, importance and significance of the day"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।