ন্যাশনাল পলিটেকনিক কলেজ
ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,মানিকগঞ্জ (ইংরেজি: National Polytechnic Institute,Manikganj ) মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর এলাকায় অবস্থিত একটি বেসরকারী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান যা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।[১] অধ্যক্ষ ,মোঃ শামসুর রাহমান ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীভুক্ত স্ব-অর্থায়নে পরিচালিত।[১]
ধরন | বেসরকারী |
---|---|
স্থাপিত | ২০১১খ্রীঃ |
ঠিকানা | নারাঙ্গাই,বাসস্টান্ড মানিকগঞ্জ , ঢাকা , বাংলাদেশ |
ওয়েবসাইট | www.npi.edu.bd |
বিভাগ সমূহ
সম্পাদনা- ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
- ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
- ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
- ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
- ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
- ডিপ্লোমা ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
একাডেমিক কার্যক্রম
সম্পাদনাএকাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়।