নৌবাহিনী কলেজ, ঢাকা

স্কুল ও কলেজ

নৌবাহিনী কলেজ, ঢাকা ঢাকায় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মিরপুর-১৪ নং সেকশনে নাবিক কলোনি সংলগ্ন অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অবস্থিত।[]

নৌবাহিনী কলেজ, ঢাকা
প্রাক্তন নাম
ফাহমিদা ক্যান্টনমেন্ট স্কুল
বাংলাদেশ নৌবাহিনী (বিএন) স্কুল ঢাকা
বাংলাদেশ নৌবাহিনী (বিএন) কলেজ ঢাকা
নীতিবাক্যশিক্ষাই প্রগতি
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত২১ ফেব্রুয়ারি ১৯৭৮; ৪৬ বছর আগে (1978-02-21)
ইআইআইএন১০৭৮৫৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম সরকার, (জি), পিএসসি, বিএন
ঠিকানা
নাবিক কলনি, মিরপুর-১৪
, ,
১২০৬
,
২৩°৪৭′৫৬″ উত্তর ৯০°২৩′২৬″ পূর্ব / ২৩.৭৯৮৯২২১° উত্তর ৯০.৩৯০৪৯৭১° পূর্ব / 23.7989221; 90.3904971
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামএনসিডি
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ওয়েবসাইটbncd.edu.bd
মানচিত্র
নৌবাহিনী কলেজের সম্মুখভাগ, ঢাকা

ইতিহাস

সম্পাদনা

নৌবাহিনী কলেজ, ঢাকা ২১ ফেব্রুয়ারি ১৯৭৮ সালে ফাহমিদা ক্যান্টনমেন্ট স্কুল হিসাবে যাত্রা শুরু করে। এটি ১৯৮২ সালে বাংলাদেশ নৌবাহিনী (বিএন) স্কুল ঢাকা-য় রূপান্তরিত হয়। ১৯৯৬ সালের জুলাইয়ে বাংলাদেশ নৌবাহিনী (বিএন) কলেজ ঢাকা পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। নৌবাহিনী সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ১৯৯৮ সালের অক্টোবরে বাংলাদেশ নৌবাহিনী (বিএন) স্কুল ঢাকা এবং বাংলাদেশ নৌবাহিনী (বিএন) কলেজ ঢাকা একক শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা বা বিএন কলেজ, ঢাকা নামে যাত্রা শুরু করে। [][][] ২০২২ সালের এপ্রিল মাসে কলেজটির নাম পুনরায় পরিবর্তন করে নৌবাহিনী কলেজ, ঢাকা রাখা হয়। []

সুযোগ সুবিধা

সম্পাদনা

৩০টি কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা সজ্জিবত। নিয়মিত হাতে কলমে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের সুবিধা সংবলিত। হালনাগাদ বইপত্রসহ লাইব্রেরির ব্যবস্থা আছে। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ৮,০০০ উপরে। শিক্ষার্থী পরিবহনের জন্য ৪টি বাস সাভিসের ব্যবস্থা আছে।

কলেজের কার্যক্রম

সম্পাদনা

প্রতিষ্ঠানে ১ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ৬ষ্ঠ শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রভাতি শাখা ও ১ম হতে ৫ম শ্রেণি পর্যন্ত দিবা শাখা ক্লাস কার্যক্রম চালু আছে। প্রভাতি শাখায় ৬ষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি ০৮:০০ ঘটিকা হতে ১৩:২০ ঘটিকা ও একাদশ-দ্বাদশ শ্রেণি ০৮:০০ ঘটিকা হতে ১৩:১০ ঘটিকা পর্যন্ত ক্লাস কার্যক্রম চালু থাকে।

দিবা শাখায় ১ম ও ২য় শ্রেণি ১৩:৩০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা ও ৩য় হতে ৫ম শ্রেণি ১৩:৩০ ঘটিকা হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত ক্লাস কার্যক্রম চালু থাকে।

সপ্তাহে ৬ দিন ক্লাস কার্যক্রম পরিচালিত হয়। ১ম হতে দশম শ্রেণি পর্যন্ত শনিবার হতে বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাস চালু থাকে। একাদশ ও দ্বাদশ শ্রেণি শনিবার হতে বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাস কার্যক্রম চালু থাকে। স্কুল শাখার প্রতিটি শ্রেণি ৪টি সেকশন ও প্রতি সেকশনে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। কলেজ শাখার বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখায় ৩টি করে ও মানবিক বিভাগে ১টি শাখা চালু আছে।

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

সম্পাদনা
 
সাংবাদিক খালেদ মুহিউদ্দীন, নৌবাহিনী কলেজ ঢাকার একজন প্রাক্তন শিক্ষার্থী

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "List of School and Colleges" Ministry of Education. Retrieved June 22, 2017.
  2. BNCD-শিক্ষাই প্রগতি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ আগস্ট ২০১৮ তারিখে Bangladesh Navy College Dhaka
  3. BNCD-শিক্ষাই প্রগতি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ আগস্ট ২০১৮ তারিখে Bangladesh Navy College Dhaka
  4. "Bangladesh Navy College Dhaka"www.facebook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০২ 
  5. "বিএন কলেজ ঢাকার নতুন নামকরণ প্রসঙ্গে"নৌবাহিনী কলেজ, ঢাকা। ২৪ এপ্রিল ২০২২। 

বহিঃসংযোগ

সম্পাদনা