নৌকাডুবি
নৌকাডুবি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র, যা জানুয়ারি ২০১১-তে মুক্তি পায়।[১] চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর-এর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। এটি একটি সামাজিক এবং গভীর আবেগপ্রবণ একটি চলচ্চিত্র।
নৌকাডুবি | |
---|---|
![]() | |
পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
প্রযোজক | সুভাষ ঘাই |
চিত্রনাট্যকার | ঋতুপর্ণ ঘোষ |
উৎস | রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক নৌকাডুবি |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্ত রাইমা সেন রিয়া সেন |
সুরকার | রাজা নারায়ণ দেব |
চিত্রগ্রাহক | সৌমিক হালদার |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
পরিবেশক | মুক্তা সার্চলাইট ফিল্মস |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১২৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পরিচ্ছেদসমূহ
অভিনয়েসম্পাদনা
- যীশু সেনগুপ্ত - রমেশ
- রাইমা সেন - হেমনলিনী
- প্রসেনজিৎ - নলীনাক্ষ
- রিয়া সেন - কমলা
- ধৃতিমান চ্যটার্জি - অন্নদাবাবু / হেমনলিনীর পিতা
কাহিনী সংক্ষেপসম্পাদনা
সম্মাননা ও পুরষ্কারসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Nouka Dubi"। দ্য টাইমস অব ইন্ডিয়া। জানু ১৪, ২০১১।