নেহেমিয়া পেরি

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

নেহেমিয়া ওডোফাস পেরি (ইংরেজি: Nehemiah Perry; জন্ম: ১৬ জুন, ১৯৬৮) জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৯ থেকে ২০০০ সময়কালে চারটি টেস্ট ও ২১টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেন নেহেমিয়া পেরি। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলার ছিলেন। পাশাপাশি ডানহাতে নিচের সারির ব্যাটসম্যান ছিলেন তিনি।

নেহেমিয়া পেরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনেহেমিয়া ওডোফাস পেরি
জন্ম (1968-06-16) ১৬ জুন ১৯৬৮ (বয়স ৫৫)
কিংস্টন, জ্যামাইকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক১৩ মার্চ ১৯৯৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২৬ সেপ্টেম্বর ১৯৯৯ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক১১ এপ্রিল ১৯৯৯ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই১৬ এপ্রিল ২০০০ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৬-২০০৪জ্যামাইকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২১ ৯৯ ৬৩
রানের সংখ্যা ৭৪ ২১২ ২,৫৯২ ৫১০
ব্যাটিং গড় ১২.৩৩ ২৬.৫০ ২০.০৯ ১৭.০০
১০০/৫০ ০/০ ০/১ ১/১২ ০/২
সর্বোচ্চ রান ২৬ ৫২* ১৬০ ৫৬
বল করেছে ৮০৪ ৯৪৬ ১৯,০৭৬ ৩,০৮৮
উইকেট ১০ ২০ ২৯৯ ৫৩
বোলিং গড় ৪৪.৬০ ৩৯.১৫ ২৫.০৪ ৩৭.৬০
ইনিংসে ৫ উইকেট ১৩
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৭০ ৩/৪৫ ৮/৪৫ ৪/৪৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৪/– ৫৮/– ২২/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৫ ডিসেম্বর ২০১৬

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৩ মার্চ, ১৯৯৯ তারিখে কিংস্টনে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্টে অভিষেক হয়। খেলায় তিনি ৫/৭০ লাভ করেন যা তার খেলোয়াড়ী জীবনের সেরা বোলিং পরিসংখ্যানরূপে বিবেচিত। ব্রায়ান লারা'র ২১৩ রানের সাথে তার এ বোলিং পরিসংখ্যান ওয়েস্ট ইন্ডিজের জয়ে প্রভূতঃ ভূমিকা রাখে।[১]

বয়সের কারণে ও ক্রমাগত কব্জির ব্যথায় ভুগতে থাকায় ২০০৪ সালে সকল স্তরের ক্রিকেট থেকে অবসরগ্রহণ করতে বাধ্য হন। ব্যক্তিগত জীবনে বিবাহিত পেরির তিন সন্তান রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2nd Test: West Indies v Australia at Kingston, Mar 13-16, 1999"espncricinfo। সংগ্রহের তারিখ ২০১১-১২-১৮ 

আরও দেখুন সম্পাদনা