নেহা পেন্ডসে

একজন ভারতীয় চলচিত্র এবং টেলিভিশন অভিনেত্রী

নেহা পেন্ডসে (জন্ম: ২৯ নভেম্বর ১৯৮৪) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রীজি মারাঠির ভাগ্যলক্ষ্মীর মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তিনি মারাঠি,[১] তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি লাইফ ওকেতে প্রচারিত মে আই কাম ইন ম্যাডাম? নাটকে অভিনয় করেছেন।

নেহা পেন্ডসে
নেহা পেন্ডসে
মারাঠি ছবি হু তু তু এর প্রচারণায় পেন্ডসে
জন্ম (1984-11-29) ২৯ নভেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবনচলচ্চিত্র:
১৯৯৯-বর্তমান
নাটক:
১৯৯৮-১৯৯৯, ২০১৬-বর্তমান
পরিচিতির কারণমে আই কাম ইন ম্যাডাম?
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
পিতা-মাতাশুভাঙ্গি পেন্ডসে (মা)

চলচ্চিত্র সম্পাদনা

নির্দেশক
  অপ্রকাশিত ছবিকে নির্দেশ করে
বছর ছবি চরিত্র ভাষা মন্তব্য
১৯৯৯ পেয়ার কই খেল নাহি - হিন্দি
১৯৯৯ দাগ: দ্য ফায়ার - হিন্দি [২]
২০০০ দিওয়ানে - হিন্দি
২০০২ তুমসে আচ্ছা কোন হে আনু হিন্দি
২০০২ দেবদাস - হিন্দি
২০০২ সন্থাম - তেলুগু
২০০৫ ড্রিমস - হিন্দি
২০০৫ মেড ইন ইউএসএ - মালয়ালম
২০০৬ আব্রাহাম এন্ড লিংকন - মালয়ালম
২০০৭ স্বামী পুজা হিন্দি
২০০৮ ভিধি রাউডি - তেলুগু
২০০৯ আসিমা - হিন্দি
২০১০ টুইংকেল টুইংকেল লিটেল স্টার - মালয়ালম
২০১১ স্নেক এন্ড লেডার - মালয়ালম
২০১১ শার‍্যাত - মারাঠি আইটেম গান
২০১১ দিল তো বাচ্ছা হে জি - হিন্দি অতিথি শিল্পী হিসেবে
২০১২ মি. ভাটটি অন চুটটি - হিন্দি
২০১২ কুরুকশেত্রা - মারাঠি আইটেম গান
২০১৪ দুসারি গশ্তা - মারাঠি
২০১৪ বোল বেবি বোল - মারাঠি [৩]
২০১৪ প্রেমাসাথি কামিং সুন - মারাঠি
২০১৫ বালকাডু - মারাঠি
২০১৫ গউর হারি দাস্তান - হিন্দি
২০১৬ নাটসাম্রাট - মারাঠি
২০১৬ ৩৫% টাক্কে কাথাওয়ার পাস - মারাঠি

টেলিভিশন সম্পাদনা

বছর নাটক চরিত্র ভাষা চ্যানেল
১৯৯০ হাস্রাতে - হিন্দি
১৯৯৮–৯৯ মিঠি মিঠি বাতে - হিন্দি ডিডি ন্যাশনাল
২০১১ ভাগ্যলক্ষ্মী - মারাঠি জি মারাঠি [৪]
২০১৬–১৭ মে আই কাম ইন ম্যাডাম? সাঞ্জানা (ম্যাডাম) হিন্দি লাইফ ওকে
২০১৭ কমেডি দঙ্গল স্বভূমিকা হিন্দি অ্যান্ডটিভি

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'I can't starve myself'"। Times of India। ১৯ নভেম্বর ২০১২। ৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩ 
  2. Deshmukh, Gayatri (২৬ অক্টোবর ২০১২)। "Neha goes sans make-up to B-Town"। Times of India। ১৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩ 
  3. Bhanage, Mihir (২ মে ২০১৪)। "Review: Dusari Goshta"Times of India। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৪ 
  4. http://www.marathi.tv/show-serials/bhagyalakshmi/

বহিঃসংযোগ সম্পাদনা