নূরুল ইসলাম কাব্যবিনোদ

নূরুল ইসলাম কাব্যবিনোদ (২০ ডিসেম্বর ১৯০৮ - ২০ জানুয়ারি ২০১৩) ছিলেন একজন বাংলাদেশি কবি ও সাংবাদিক। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[১]

নূরুল ইসলাম কাব্যবিনোদ
জন্ম(১৯০৮-১২-২০)২০ ডিসেম্বর ১৯০৮
মৃত্যু২০ জানুয়ারি ২০১৩(2013-01-20) (বয়স ১০৪)
জাতীয়তাবাংলাদেশি
পুরস্কারবাংলা একাডেমি ফেলো (২০০৯)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

নূরুল ইসলাম ১৯০৮ সালের ২০ ডিসেম্বর রংপুরের বাবুখাঁ গ্রামে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম মুহাম্মদ আজিবুল্লাহ এবং মাতা মজিদ উন-নেসা।[২] ১৭০০ সালে নূরুল ইসলামের প্রপিতামহ সওদাগর ওয়ালী মুহাম্মদ খান পাটনা থেকে রংপুরে ডিঙ্গী নৌকা নিয়ে বাণিজ্য করার জন্য আসেন এবং এখানেই স্থায়ী হন।[২] ওয়ালী খানের পুত্র মুহাম্মদ বাবুল খানের নামানুসারে গ্রামের নামকরণ করা হয়েছে বাবুখাঁ। নূরুল ইসলাম চতুর্থ শ্রেণীতে পড়াবস্থায় ছড়া লেখা শুরু করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

নূরুল ইসলাম শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতায় প্রবেশ করেন।[২] তিনি ১৯৪৭ সালে রংপুর জেলা সাংবাদিক সমিতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।[২] ভারত বিভাগের পর তিনি পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেসের রংপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ সংক্রান্ত একটি মামলায় তিনি কিছুকাল কারাভোগ করেন।[২] ১৯৫২ সালে তিনি সাংবাদিকতা থেকে অবসর গ্রহণ করেন।[২] পরে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে অনিয়মিত শিল্পী ও স্ক্রিপট রাইটার হিসেবে কিছুকাল কাজ করেন।[৩] ১৯৮৭ সালে ‘ছান্দসিক সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।[২]

গ্রন্থ সম্পাদনা

নূরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:[২]

  • রুবাইয়েতে নূর
  • আঞ্চলিক ভাষায় হামার অমপুর
  • গুলশান (১৯৪৫)
  • পেয়ারা (১৯৫০)
  • শেফালী (১৯৫৮)
  • ইকবাল
  • নজরুলনামা (১৯৬০)

ব্যক্তিগত জীবন সম্পাদনা

নূরুল ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার পুত্র ও ৩ কন্যার জনক ছিলেন।[২] ২০১৩ সালের ২০ জানুয়ারি ১০৫ বছর বয়সে রংপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[২] পরে তাকে স্থানীয় মিস্ত্রীপাড়া কবরস্থানে সমাধিস্থ করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"banglaacademy.org.bd। বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "উত্তরাঞ্চলের বর্ষিয়ান ছান্দসিক কবি নূরুল ইসলাম কাব্যবিনোদের ১০৫ বছর বয়সে ইন্তিকাল"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "শতবর্ষী কবির সম্মাননা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]