নুরুল ইসলাম বাবলু

বাংলাদেশী অভিনেতা

নুরুল ইসলাম বাবলু (নুরুল হক হিসেবে পরিচিত) একজন বাংলাদেশি অভিনয়শিল্পী। ২০০২ সালে তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন, যেটি ২০০২ সালে ৭৫তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের নিবেদিত প্রথম চলচ্চিত্র।[১] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

নুরুল ইসলাম বাবলু
জন্ম (1988-08-20) ২০ আগস্ট ১৯৮৮ (বয়স ৩৫)
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নামআলী হায়দার
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০২
পরিচিতির কারণমাটির ময়না (২০০২)
আদি নিবাসনোয়াখালী জেলা, বাংলাদেশ
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০২)

জীবনী সম্পাদনা

বাবলু ১৯৮৮ সালের ৩ এপ্রিল বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জের কালিকাপুর গ্রামে জন্ম নেন।[২] তার পিতা আলী হায়দার। তিন ভাই এবং তিন বোনের মধ্যে তিনি জৈষ্ঠ।[৩] ১৯৯৯ সালে তিনি ঢাকার ইউসেফ স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন।[২] সে সময়ে তিনি মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলিতে চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের এক চাচার বাসায় অবস্থান নেন, সেখানেই মাসুদের সাথে তার পরিচয় ঘটে। মাসুদ তার মাটির ময়না (২০০২) চলচ্চিত্রে আনু চরিত্রে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানান। ২০০০ সালের দিকে ১১ বছর বয়সে তিনি মাটির ময়না চলচ্চিত্রে কাজ শুরু করেন।[৩] পরবর্তীতে কিছুকাল মাসুদের ইউনিটে কাজ করেন।[৪] তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যয়ন করেন। তিনি এছাড়াও নরসুন্দর (২০০৯) চলচ্চিত্রে প্রযোজনা সহকারী এবং ফেরা (২০১২) চলচ্চিত্রে ক্যামেরা সহকারী হিসেবে কাজ করেন। পরবর্তীতে মগবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে কিছুকাল চাকরি করেন। ২০১২ সালে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানান্তরিত হন।[৩] বর্তমানে তিনি চা বিক্রেতা হিসেবে জীবিকা নির্বাহ করছেন।[৫]

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

শিরোনাম বছর চরিত্র টীকা
মাটির ময়না ২০০২ আনু/আনোয়ার অভিষেক চলচ্চিত্র
রানওয়ে ২০১০ উর্দু ভাই

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

পুরস্কার এবং মনোনয়নের তালিকা
সংগঠন অনুষ্ঠানের তারিখ বিভাগ ফলাফল তথ্যসূত্র
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৪ শ্রেষ্ঠ শিশু শিল্পী (বিশেষ পুরস্কার) বিজয়ী [৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "PRESS CONFERENCE STATEMENT" (ইংরেজি ভাষায়)। ctmasud.site.aplus.net। ৪ নভেম্বর ২০০২। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০ 
  2. জামাল, হোসেইন (২ সেপ্টেম্বর ২০১৩)। "মাটির ময়নার \'আনু\' এখন পান বেচেন"কালের কণ্ঠ। ১৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  3. "'মাটির ময়না'-এর আনু এখন পান দোকানদার"দৈনিক ইত্তেফাক। ৫ সেপ্টেম্বর ২০১৩। ১৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  4. "মাটির ময়নার আনু ও কিছু প্রশ্ন!"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১ সেপ্টেম্বর ২০১৩। ১৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  5. "মাটির ময়না'র আনু এখন কামরাঙ্গীরচরে চা, পান বিক্রি করেন"প্রথম আলো। ২০২০-১২-১৫। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পৃষ্ঠা ১৬। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা