নুনখাওয়া ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন

১১নং নুনখাওয়া ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]

নুনখাওয়া ইউনিয়ন
ইউনিয়ন
১১নং নুনখাওয়া ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলানাগেশ্বরী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা
 • মোট১০,৫৫০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান সম্পাদনা

নুনখাওয়া ইউনিয়নের পূর্বে নারায়নপুর , পশ্চিমে ভিতর বন্দ , উত্তরেকালিগঞ্জ , দক্ষিণে ঘোগাদহ । কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দ হতে সোজা পূর্বে অবস্থিত।[২]

নামকরণ ও ইতিহাস সম্পাদনা

নুনখাওয়া গ্রাম ও মৌজার নামানুসারে এ ইউনিয়নের নাম নুনখাওয়া রাখা হয়। রিটিশশাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ১৫টি গ্রাম ও ৩টি ওর্য়াড নিয়ে নুনখাওয়া ইউনিয়ন গঠিত হয়। ঐসময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে পন্চায়েতবলা হত। ১৯৫০ সালেপাকিস্তান শাসনামলে গ্রাম পন্চায়েতএর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবীঘোষণা করা হয়। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান কিছু প্রতিনিধি জুরি বোর্ড পন্চায়েতএরপদবী কে চেয়ারম্যান করা হয়।[২]

সাধারণ তথ্য সম্পাদনা

  • গ্রাম-৮টি। যথা- নুনখাওয়া, চর নুনখাওয়া, শারীশুরী, ব্যাপারীর চর, ফকিরগঞ্জ, বাহুবল মন্ডলের ভিটা, চর পাটতলা বোয়ালমারী ও সাহেবগঞ্জ
  • কমিউনিটি ক্লিনিক = ৩ টি
  • হাট বাজার -১টি। নুনখাওয়া বাজার।
  • এনজিও-৫টি
  • কবরস্থান-১টি, বোয়ালমারীতে অবস্থিত।
  • পেশাজীবি সংগঠন-

১. এসকরি ভুমিহিন সংগঠন ২. নুনখাওয়া মানব উন্নয়ন সংস্থা ৩.নুনখাওয়া একতা সমবায় সমিতি ৪. নুনখাওয়াথা রিক্সা সমিতি ৫. বারবিশ ক্লাব ৬. দূধ কুমর ফাউন্ডেশন।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • প্রাথমিক বিদ্যালয়ঃ ৭টি।
  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ২টি।
  • মাদ্রাসাঃ ২টি।[২]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

নদ-নদী সম্পাদনা

দর্শনীয় সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উপজেলা, নাগেশ্বরী (২৮ জুলাই ২০২১)। "নাগেশ্বরী উপজেলা"নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১ 
  2. ইউনিয়ন, নুনখাওয়া (২৮ জুলাই ২০২১)। "নুনখাওয়া ইউনিয়ন"নুনখাওয়া ইউনিয়ন। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১