নিখিল নন্দা একজন ভারতীয় ব্যবসায়ীকাপুর পরিবারের সদস্য, তিনি তাঁর পিতামহ হর প্রসাদ নন্দ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত একটি প্রকৌশল সংস্থা এসকর্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। []

নিখিল নন্দা
জন্ম (1974-03-18) ১৮ মার্চ ১৯৭৪ (বয়স ৫০)
মাতৃশিক্ষায়তনপেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়
পেশাব্যবসায়ী
দাম্পত্য সঙ্গীশ্বেতা বচ্চন নন্দা (বি. ১৯৯৭)
সন্তান
পিতা-মাতা
আত্মীয়কাপুর পরিবারবচ্চন পরিবার

প্রাথমিক ও শিক্ষা জীবন

সম্পাদনা

নন্দা ১৯৭৪ সালের ১৮ মার্চ ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ফাজিলকার বাসিন্দা রাজন নন্দ ছিলেন শিল্পপতি এবং এসকর্টস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, তাঁর মা ঋতু নন্দা ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের বীমা এজেন্ট হিসাবে কাজ করেছিলেন। তিনি হলেন অভিনেতা-পরিচালক রাজ কাপুরের মাতামাতি এবং শিল্পপতি হর প্রসাদ নন্দের পিতামহ। তার দাদা পৃথ্বীরাজ কাপুর ছিলেন একজন অভিনেতা। অভিনেতা ঋষি কাপুর, রণধীর কাপুর এবং রাজীব কাপুর তার মামা, অভিনেত্রী নীতু সিংহ এবং ববিতা কাপুর বিয়ের মাধ্যমে তার চাচী অভিনেতা কারিশমা কাপুর, কারিনা কাপুর এবং রণবীর কাপুর তার প্রথম কাজিন।[][][]

নন্দা দেরাদুনের দুন স্কুলে এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন হোয়ার্টন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব পেন্সিল্‌ভেনিয়া ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে পড়ালেখা করতে গিয়ে সেখানে তিনি ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ে ডিগ্রি অর্জন করেন। [][]

কর্মজীবন

সম্পাদনা

নান্দা ২০০৫ সালের অক্টোবর থেকে চিফ অপারেটিং অফিসার, ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে এসকর্টস লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেন, তিনি সেপ্টেম্বর ২০১৩ এ এসকোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন। [] পিতার মৃত্যুর পরে তিনি ৭ আগস্ট ২০১৮ এ চেয়ারম্যান নিযুক্ত হন। []

তিনি ২০০১ সালে জেনেভায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাধ্যমে আগামীর গ্লোবাল লিডার্স অফ কালকের নির্বাচিত পাঁচ ভারতীয়র মধ্যে একজন ছিলেন। []

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

নন্দা চলচ্চিত্রের অভিনেতা অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন এর মেয়ে শ্বেতা বচ্চনকে ১৯৯৭ সালের ১৬ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে নাম নাভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Balachandran, Manu (১৪ আগস্ট ২০১৮)। "Escorts: Lord of the field"Forbes India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  2. "About"Nikhil Nanda (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৬। ১০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  3. "After funeral, Bachchans, Kapoors express solidarity with Nanda family"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  4. "Abhishek Bachchan, brother-in-law Nikhil Nanda immerse Rajan Nanda's ashes in Haridwar."Hindustan Times (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  5. Singh, Sanghita (১৮ মে ২০০২)। "Nikhil Nanda: The business of life"The Times of India 
  6. "Nikhil Nanda appointed as chairman and MD of Escorts"livemint। ৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  7. "Executive Profile Nikhil Nanda"Bloomberg। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  8. "Nikhil Nanda appointed as Chairman and MD of Escorts"The Hindu (ইংরেজি ভাষায়)। PTI। ৮ আগস্ট ২০১৮। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  9. "5 Indians Among Wefs 100 Global Leaders Of Tomorrow"Business Standard। ২৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮