নিকোলাস দোমিঙ্গেস

আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়

নিকোলাস মার্তিন দোমিঙ্গেস (স্পেনীয়: Nicolás Domínguez, স্পেনীয় উচ্চারণ: [nikoˈlas ðoˈmiŋɡeθ]; জন্ম: ২৮ জুন ১৯৯৮; নিকোলাস দোমিঙ্গেস নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব বোলোনিয়া এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

নিকোলাস দোমিঙ্গেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নিকোলাস মার্তিন দোমিঙ্গেস
জন্ম (1998-06-28) ২৮ জুন ১৯৯৮ (বয়স ২৪)
জন্ম স্থান আয়েদো (বুয়েনোস আইরেস), আর্জেন্টিনা
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০  ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বোলোনিয়া
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৯ ভেলেস সার্সফিল্ড ৬৫ (৭)
২০১৯– বোলোনিয়া ৭২ (১)
২০১৯–২০২০ভেলেস সার্সফিল্ড (ধার) ১০ (২)
জাতীয় দল
২০১৯– আর্জেন্টিনা ১১ (১)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৫৪, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৪, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দোমিঙ্গেস ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবনসম্পাদনা

নিকোলাস মার্তিন দোমিঙ্গেস ১৯৯৮ সালের ২৮শে জুন তারিখে আর্জেন্টিনার আয়েদো (বুয়েনোস আইরেস) জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবলসম্পাদনা

২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ২১ বছর, ২ মাস ও ৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দোমিঙ্গেস চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৬৭তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় রোদ্রিগো দে পোলের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে দোমিঙ্গেস সর্বমোট ৫ ম্যাচে ১টি গোল করেছেন।

পরিসংখ্যানসম্পাদনা

আন্তর্জাতিকসম্পাদনা

২০ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০১৯
২০২০
২০২১
সর্বমোট ১১

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা