নিকিতা ঠুকরাল

ভারতীয় অভিনেত্রী

নিকিতা ঠুকরাল (জন্ম: ৬ই জুলাই ১৯৮১) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল, যিনি কন্নড, তেলুগু, মালয়ালম এবং তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

নিকিতা ঠুকরাল
জন্ম (1981-07-06) ৬ জুলাই ১৯৮১ (বয়স ৪২)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০২ – বর্তমান
দাম্পত্য সঙ্গীগগনদীপ সিং মাগো (২০১৭-বর্তমান)
সন্তান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

নিকিতা ঠুকরাল ১৯৮১ সালের ৬ই জুলাই ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ের একটি পাঞ্জাবী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তিনি তাঁর শৈশব অতিবাহিত করেছেন। তিনি কিশিনচাঁদ চেল্লারাম কলেজ থেকে অর্থনীতি বিভাগ হতে এমএ পাস করেছেন।[১][২] জুহুর একটি হোটেলে খাওয়ার সময় প্রযোজক ডি রামানাইডু তাঁকে খুঁজে বের করেছিলেন। অতঃপর তিনি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর চলচ্চিত্র হ্যায়-এ অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন।

পেশা সম্পাদনা

নিকিতা ঠুকরাল আতি রহেঙ্গি বাহারে-এর দলের অংশ ছিলেন, এটি একটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ছিল, যেটি জি টিভি চ্যানেলে ২০০২ সালের ৯ই সেপ্টেম্বর তারিখ হতে প্রচারিত হয়েছে। এরপরে তিনি তেলুগু চলচ্চিত্র হ্যায়-এ অভিনয় করার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক করার পাশাপাশি দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে পাড়ি জমান। হ্যায়-এ অভিনয় করার পরে, কায়িথুম দুরথ নামক চলচ্চিত্রে ফাহাদ ফাজিলের সাথে অভিনয় করে নিকিতা ঠুকরাল মালয়ালম চলচ্চিত্র জগতে অভিষেক করেছেন। এই মালয়ালম চলচ্চিত্রটি বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি, তবে তাঁকে তামিল ও তেলুগু চলচ্চিত্র কুরুম্বুসাম্বরামের মতো বেশ কয়েকটি নতুন চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছিল। [৩] ২০০৫ সালে, এস. এস. নিবাসের মহারাজা-এ অভিনয় করার মাধ্যমে তিনি কন্নড় চলচ্চিত্র জগতে অভিষেক করেছেন। এরপরে তিনি ভেঙ্কট প্রভুর তারকা খচিত চলচ্চিত্র সরোজা-এ কল্যাণী চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি পুনরায় তামিল চলচ্চিত্র জগতে ফিরে আসেন। এই চলচ্চিত্রে তাঁর চরিত্রটি সম্পদ রাজ দ্বারা চিত্রিত গুন্ডার সহযোগী ছিল এবং তার অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। অতঃপর চলচ্চিত্র জগতে জনপ্রিয় হওয়ার পর তিনি "কোডানা কোডি" নামক একটি গানে উপস্থিত হয়েছিলেন; যেটি সমালোচকদের কাছ বেশ প্রশংসা কুড়িয়েছিল। উক্ত গানের চলচ্চিত্রে তাঁর চরিত্রটি তাঁকে আইটিএফএ "সেরা পার্শ্ব অভিনেত্রী"-র পুরস্কার লাভ করতে সহায়তা করেছে।[২] এই সাফল্য তাঁকে তৃষা কৃষ্ণন এর সাথে গৌতম মেননের একটি বড় চলচ্চিত্র প্রযোজনায় নির্মিত চেন্নাইয়িল অরু মাজহাইইকালাম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছিল, তবে এই চলচ্চিত্র দুটি সময়সূচি পরিবর্তন করার পর বন্ধ করে দেওয়া হয়।[৪] অভিনয়ের পাশাপাশি নিকিতা ঠুকরাল ডিজাইনার রূপা ভোহরার জন্য একজন মডেল হিসেবেও কাজ করেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Full of beans"The Hindu। Chennai, India। ২ এপ্রিল ২০১১। ১২ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১ 
  2. "A Chat with Saroja Star Nikita"Rediff.com। ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১১ 
  3. "Star kids shine in Malayalam cinema"Hindustan Times। Indo-Asian News Service। ২৭ আগস্ট ২০১১। ১৭ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১১ 
  4. "Nikita is on a roll"Rediff.com। অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১১ 
  5. "Jewellery for that royal touch..."DNA। ১০ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১ 

বহিসংযোগ সম্পাদনা