নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন

পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন
(নিউ মাল জংশন থেকে পুনর্নির্দেশিত)

নিউ মাল জংশন (স্টেশন কোড NMZ) হল মালবাজার শহরের দুইটি রেলওয়ে স্টেশনের মধ্যে প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মালবাজার শহরে পরিষেবা দেয়, অন্য স্টেশনটি হল মালবাজার রেলওয়ে স্টেশন (কোড MLBZ)। এই স্টেশনটি সাধারণত মাল নামে পরিচিত, এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত।নিউ মাল জংশন দুটি রেললাইন নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-সমুকতলা রোড লাইন এবং নিউ মাল-চ্যাংরাবান্ধা-নিউ কোচবিহার লাইনে অবস্থিত। নিউ মাল হল সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসাবে মনোনীত উপ-বিভাগীয় রেলওয়ে অফিসারের সদর দপ্তর।

নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থানজলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৬°৫২′২৭″ উত্তর ৮৮°৪৩′৩৩″ পূর্ব / ২৬.৮৭৪১° উত্তর ৮৮.৭২৫৮° পূর্ব / 26.8741; 88.7258
উচ্চতা১৬১.০০ মিটার (৫২৮.২২ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইন
প্ল্যাটফর্ম
রেলপথব্রডগেজ
নির্মাণ
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডNMZ
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ
বৈদ্যুতীকরণপরিকল্পিত
অবস্থান
নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন
নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের মানচিত্র #ভারতের মানচিত্র
নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন ভারত-এ অবস্থিত
নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন
নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের মানচিত্র #ভারতের মানচিত্র

এই স্টেশনে পরিষেবা প্রদানকারী ট্রেনগুলির তালিকা নিম্নে দেওয়া হলো:

প্রধান ট্রেন

সম্পাদনা
  • নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট ভিস্তাডোম স্পেশাল
  • দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস
  • শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চন কন্যা এক্সপ্রেস
  • কামাখ্যা-পাটনা ক্যাপিটাল এক্সপ্রেস
  • ঝাঝা-ডিব্রুগড় এক্সপ্রেস
  • রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস
  • হাওড়া হয়ে পুরী-কামাখ্যা এক্সপ্রেস
  • শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস
  • শিলিগুড়ি-ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস
  • শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস।

[]

অন্যান্য ট্রেন

সম্পাদনা
  • আলিপুরদুয়ার-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার
  • বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জার
  • দিনহাটা-শিলিগুড়ি ডেমু
  • শিলিগুড়ি-নতুন বঙাইগাঁও ডেমু
  • নতুন কোচবিহার-শিলিগুড়ি জং ডেমু ( চ্যাংরাবান্ধা হয়ে)
  • নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার স্পেশাল
  • নিউ বঙাইগাঁও - শিলিগুড়ি জং. ডেমু স্পেশাল (ধুবরি-মাথাভাঙ্গা হয়ে)

কাঞ্চন কন্যা এক্সপ্রেস

সম্পাদনা

মূল বিরামসমূহ - বর্দ্ধমান , রামপুরহাট , মালদা টাউন, বারসৈ, কিষানগঞ্জ ।

তথ্যসূত্র

সম্পাদনা