নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

নিউ আলিপুরদুয়ার হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার শহরকে রেল পরিষেবা প্রদানকারী চারটি রেলওয়ে স্টেশনের মধ্যে একটি। এর তিন-অক্ষরের স্টেশন কোডটি হল এনওকিউ। অন্য তিনটি সংলগ্ন রেলওয়ে স্টেশন হল আলিপুরদুয়ার জংশন (স্টেশন কোড এপিডিজে), আলিপুরদুয়ার কোর্ট (স্টেশন কোড এপিসিডি) এবং আলিপুরদুয়ার (স্টেশন কোড এপিডি)। নিউ জলপাইগুড়ি থেকে রেলপথ ধরে এটি ১৫৬ কিমি দূরে নিউ বাণেশ্বর এবং শামুকতলা রোড জংশনের মধ্যে অবস্থিত। এটি আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অন্তর্গত একটি স্টেশন।

নিউ আলিপুরদুয়ার
ভারতীয় রেল স্টেশন
New Alipurduar Railway station.jpg
নিউ আলিপুরদুয়ার স্টেশনের প্রবেশদ্বার
অবস্থাননিউ আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৬°৩১′২৫″ উত্তর ৮৯°৩২′০১″ পূর্ব / ২৬.৫২৩৭° উত্তর ৮৯.৫৩৩৫° পূর্ব / 26.5237; 89.5335
উচ্চতা৪৬ মিটার (১৫১ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইনবরউনি–গুয়াহাটি রেলপথ
প্ল্যাটফর্ম৩ (নির্মাণাধীন রয়েছে আরও)
রেলপথ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রডগেজ
নির্মাণ
গঠনের ধরনভূমিগত আদর্শ স্টেশন
পার্কিংহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাপরিচালনাগত
স্টেশন কোডএনওকিউ
অঞ্চল উত্তর-পূর্ব সীমান্ত রেল
বিভাগ আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ
ইতিহাস
বৈদ্যুতীকরণনা (বিদ্যুতায়নের কাজ চলছে)
আগের নামআসাম বেঙ্গল রেলওয়ে
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেল   পরবর্তী স্টেশন
উত্তর-পূর্ব সীমান্ত রেল
অবস্থান
নিউ আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
নিউ আলিপুরদুয়ার
নিউ আলিপুরদুয়ার
অবস্থান
নিউ আলিপুরদুয়ার ভারত-এ অবস্থিত
নিউ আলিপুরদুয়ার
নিউ আলিপুরদুয়ার
অবস্থান

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে স্টেশনটি পরিচালনার করে। ভারতীয় রেলওয়ে স্টেশনে দূরপাল্লার ও স্থানীয় ট্রেন পরিষেবা প্রদান করে।

পরিষেবাসম্পাদনা

স্টেশনটিতে ৭৮ টি ট্রেন যাত্রী পরিষেবা প্রদান করে। এর মধ্যে ৩ টি ট্রেন স্টেশনটি থেকে যাত্রা শুরু করে ও ৩ টি ট্রেন যাত্রা সমাপ্ত করে। স্টেশনে যাত্রা সমাপ্ত ও শুরু করা ট্রেনগুলি তালিকা।

পরিচালনাকারী পথ রেল গাড়ি পুনরাবৃত্তির হার মন্তব্য
ভারতীয় রেল নিউ আলিপুরদুয়ার - নিউ জলপাইগুড়ি - কিষাণগঞ্জ - মালদা টাউন - রামপুরহাট - বর্ধমান - শিয়ালদহ তিস্তা তোর্ষা এক্সপ্রেস[১] প্রতিদিন চলাচল করে
ভারতীয় রেল নিউ আলিপুরদুয়ার - নিউ জলপাইগুড়ি - কিষাণগঞ্জ - মালদা টাউন - রামপুরহাট - বর্ধমান - শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস[২] প্রতিদিন চলাচল করে
ভারতীয় রেল নিউ আলিপুরদুয়ার - নিউ জলপাইগুড়ি - কিষাণগঞ্জ - মালদা টাউন - রামপুরহাট - বর্ধমান - শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার শিয়ালদাহ স্পেশাল[৩] প্রতিদিন চলাচল করে

তথ্যসূত্রসম্পাদনা

  1. "TESTA TORSA EXP (13142) Route, Time Table, Schedule"। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০ 
  2. "PADATIK EXPRESS (12378) Route, Time Table, Schedule"। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০ 
  3. "NOQ-SDAH EXP (02378) Route, Time Table, Schedule"। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২০