নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরির তালিকা
নিউল্যান্ডস ক্রিকেট মাঠ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অবস্থিত একটি ক্রিকেট মাঠ। ১৮৮৯ সালে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট এবং ১৯৯২ সালে সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।[১] আগস্ট, ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত ৫২টি টেস্ট ম্যাচসহ ৩৬টি একদিনের আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছে।[২][৩]
১৮৮৯ সালে ইংল্যান্ডের ববি এবেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের সেঞ্চুরিটি ছিল এ মাঠের সর্বপ্রথম সেঞ্চুরি। আগস্ট, ২০২০ সাল পর্যন্ত ব্যাটসম্যানেরা এ মাঠে ৯৯টি টেস্ট সেঞ্চুরি করতে পেরেছেন। তন্মধ্যে ২০০৬ সালে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংয়ের ৪২৩ বলে করা ২৬২ রান সবচেয়ে বেশি রানের স্বীকৃতি পেয়েছে। এছাড়াও হার্শেল গিবসের ২২৮ এবং গ্রেইম পোলকের ২০৯ রান উল্লেখযোগ্য। জ্যাক ক্যালিস সবচেয়ে বেশি নয়টি সেঞ্চুরি করেছেন।[৪]
এ মাঠে একদিনের আন্তর্জাতিকে প্রথম সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের রজার টোজ। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রান করেছিলেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার বাইরে ব্রায়ান লারা ও সৌরভ গাঙ্গুলী এ কীর্তিগাথা রচনা করেছেন। ২০০১ সালে কেনিয়ার বিপক্ষে নিল ম্যাকেঞ্জি অপরাজিত ১৩১* রান করেছেন ১২১ বলে যা সর্বোচ্চ রান হিসেবে স্বীকৃত। একমাত্র ব্যাটসম্যান হিসেবে হার্শেল গিবস সবচেয়ে বেশি ২টি সেঞ্চুরি করেছেন।[৫]
নির্দেশিকা
সম্পাদনা- * ব্যাটসম্যানের অপরাজিত থাকাকে নির্দেশ করে
- ই খেলার ইনিংস সংখ্যা
- ব ইনিংসে বল মোকাবেলা করার সংখ্যা
- তারিখ খেলা শুরুর তারিখ
- ফলাফল খেলোয়াড়ের দলের বিজয়,[৬][৭] পরাজয়[৮][৯] অথবা ড্র-কে নির্দেশ করছে[১০]
টেস্ট সেঞ্চুরি
সম্পাদনানিম্নবর্ণিত তালিকায় নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে সংঘটিত টেস্ট সেঞ্চুরিগুলো তুলে ধরা হয়েছে (টেস্ট#২১২২; ৪ মার্চ, ২০১৪):[৪]
নং | রান সংখ্যা | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ দল | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১২০ | ববি অ্যাবল | ইংল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ২৫ মার্চ ১৮৮৯ | জয় |
২ | ১৩৪* | হেনরি উড | ইংল্যান্ড | রেকর্ড নেই | ২ | দক্ষিণ আফ্রিকা | ১৯ মার্চ ১৮৯২ | জয় |
৩ | ১২৪ | আর্থার হিল | ইংল্যান্ড | রেকর্ড নেই | ২ | দক্ষিণ আফ্রিকা | ২১ মার্চ ১৮৯৬ | জয় |
৪ | ১০৬ | জিমি সিনক্লেয়ার (১/২) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ২ | ইংল্যান্ড | ১ এপ্রিল ১৮৯৯ | পরাজয় |
৫ | ১১২ | জনি টিল্ডসলে | ইংল্যান্ড | রেকর্ড নেই | ৩ | দক্ষিণ আফ্রিকা | ১ এপ্রিল ১৮৯৯ | জয় |
৬ | ১০৪ | জিমি সিনক্লেয়ার (২/২) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ৩ | অস্ট্রেলিয়া | ৮ নভেম্বর ১৯০২ | পরাজয় |
৭ | ১৮৭ | জ্যাক হবস | ইংল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ১১ মার্চ ১৯১০ | জয় |
৮ | ১৪২ | জ্যাক রাইডার | অস্ট্রেলিয়া | রেকর্ড নেই | ২ | দক্ষিণ আফ্রিকা | ২৬ নভেম্বর ১৯২১ | জয় |
৯ | ১২৩ | ব্রুস মিচেল (১/২) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ১ | ইংল্যান্ড | ১ জানুয়ারি ১৯৩১ | ড্র |
১০ | ১৪১ | জ্যাক সিডল | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ১ | ইংল্যান্ড | ১ জানুয়ারি ১৯৩১ | ড্র |
১১ | ১১৭ | হার্বি টেলর | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ১ | ইংল্যান্ড | ১ জানুয়ারি ১৯৩১ | ড্র |
১২ | ১২১ | বিল ব্রাউন | অস্ট্রেলিয়া | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ১ জানুয়ারি ১৯৩৬ | জয় |
১৩ | ১১২ | জ্যাক ফিঙ্গলটন | অস্ট্রেলিয়া | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ১ জানুয়ারি ১৯৩৬ | জয় |
১৪ | ১৮১ | ওয়ালি হ্যামন্ড | ইংল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ৩১ ডিসেম্বর ১৯৩৮ | ড্র |
১৫ | ১১৫ | লেস অ্যামিস | ইংল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ৩১ ডিসেম্বর ১৯৩৮ | ড্র |
১৬ | ১১২ | ব্রায়ান ভ্যালেন্টাইন | ইংল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ৩১ ডিসেম্বর ১৯৩৮ | ড্র |
১৭ | ১২০ | ডাডলি নোর্স (১/৩) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ২ | ইংল্যান্ড | ৩১ ডিসেম্বর ১৯৩৮ | ড্র |
১৮ | ১২০ | ব্রুস মিচেল (২/২) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ২ | ইংল্যান্ড | ১ জানুয়ারি ১৯৪৯ | ড্র |
১৯ | ১১২ | ডাডলি নোর্স (২/৩) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ২ | ইংল্যান্ড | ১ জানুয়ারি ১৯৪৯ | ড্র |
২০ | ১৭৮ | নীল হার্ভে | অস্ট্রেলিয়া | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ৩১ ডিসেম্বর ১৯৪৯ | জয় |
২১ | ১১৪ | ডাডলি নোর্স (৩/৩) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ৩ | অস্ট্রেলিয়া | ৩১ ডিসেম্বর ১৯৪৯ | পরাজয় |
২২ | ১৩৫ | জন রিচার্ড রিড | নিউজিল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ১ জানুয়ারি ১৯৫৪ | ড্র |
২৩ | ১০১ | কলিন কাউড্রে | ইংল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ১ জানুয়ারি ১৯৫৭ | জয় |
২৪ | ১৮৯ | জিম বার্ক | অস্ট্রেলিয়া | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ৩১ ডিসেম্বর ১৯৫৭ | জয় |
২৫ | ১০১ | জিন হ্যারিস | নিউজিল্যান্ড | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ১ জানুয়ারি ১৯৬২ | জয় |
২৬ | ১১৩ | রয় ম্যাকলিন | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ৪ | নিউজিল্যান্ড | ১ জানুয়ারি ১৯৬২ | পরাজয় |
২৭ | ১৩৮ | এডি বার্লো (১/২) | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ১ | ইংল্যান্ড | ১ জানুয়ারি ১৯৬৫ | ড্র |
২৮ | ১৫৪ | টনি পিদি | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ১ | ইংল্যান্ড | ১ জানুয়ারি ১৯৬৫ | ড্র |
২৯ | ১২১ | এম. জে. কে. স্মিথ | ইংল্যান্ড | রেকর্ড নেই | ২ | দক্ষিণ আফ্রিকা | ১ জানুয়ারি ১৯৬৫ | ড্র |
৩০ | ১৫৩ | বব সিম্পসন | অস্ট্রেলিয়া | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ৩১ ডিসেম্বর ১৯৬৬ | জয় |
৩১ | ১৩৪ | কিথ স্ট্যাকপোল | অস্ট্রেলিয়া | রেকর্ড নেই | ১ | দক্ষিণ আফ্রিকা | ৩১ ডিসেম্বর ১৯৬৬ | জয় |
৩২ | ২০৯ | গ্রেইম পোলক | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ২ | অস্ট্রেলিয়া | ৩১ ডিসেম্বর ১৯৬৬ | পরাজয় |
৩৩ | ১২৭ | এডি বার্লো (২/২) | দক্ষিণ আফ্রিকা | ৩২২ | ১ | অস্ট্রেলিয়া | ২২ জানুয়ারি ১৯৭০ | জয় |
৩৪ | ১০২ | অ্যান্ড্রু হাডসন | দক্ষিণ আফ্রিকা | ১৭৪ | ১ | অস্ট্রেলিয়া | ১৭ মার্চ ১৯৯৪ | পরাজয় |
৩৫ | ১১২ | হানসি ক্রনিয়ে | দক্ষিণ আফ্রিকা | ২৩৫ | ২ | নিউজিল্যান্ড | ২ জানুয়ারি ১৯৯৫ | জয় |
৩৬ | ১০৯ | ডেভ রিচার্ডসন | দক্ষিণ আফ্রিকা | ২০৬ | ২ | নিউজিল্যান্ড | ২ জানুয়ারি ১৯৯৫ | জয় |
৩৭ | ১০৩ | গ্যারি কার্স্টেন | দক্ষিণ আফ্রিকা | ২০৪ | ১ | ভারত | ২ জানুয়ারি ১৯৯৭ | জয় |
৩৮ | ১০৩* | ব্রায়ান ম্যাকমিলান | দক্ষিণ আফ্রিকা | ২৩৩ | ১ | ভারত | ২ জানুয়ারি ১৯৯৭ | জয় |
৩৯ | ১০২* | ল্যান্স ক্লুজনার | দক্ষিণ আফ্রিকা | ১০০ | ১ | ভারত | ২ জানুয়ারি ১৯৯৭ | জয় |
৪০ | ১৬৯ | শচীন তেন্ডুলকর (১/২) | ভারত | ২৫৪ | ২ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ১৯৯৭ | পরাজয় |
৪১ | ১১৫ | মোহাম্মদ আজহারউদ্দীন | ভারত | ১১০ | ২ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ১৯৯৭ | পরাজয় |
৪২ | ১১৩ | ড্যারিল কালিনান (১/৪) | দক্ষিণ আফ্রিকা | ১৫৯ | ১ | শ্রীলঙ্কা | ১৯ মার্চ ১৯৯৮ | জয় |
৪৩ | ১১০ | জ্যাক ক্যালিস (১/৯) | দক্ষিণ আফ্রিকা | ৩২৮ | ১ | ওয়েস্ট ইন্ডিজ | ২ জানুয়ারি ১৯৯৯ | জয় |
৪৪ | ১৬৮ | ড্যারিল কালিনান (২/৪) | দক্ষিণ আফ্রিকা | ৩০৬ | ১ | ওয়েস্ট ইন্ডিজ | ২ জানুয়ারি ১৯৯৯ | জয় |
৪৫ | ১০৫ | জ্যাক ক্যালিস (২/৯) | দক্ষিণ আফ্রিকা | ২২৯ | ২ | ইংল্যান্ড | ২ জানুয়ারি ২০০০ | জয় |
৪৬ | ১২০ | ড্যারিল কালিনান (৩/৪) | দক্ষিণ আফ্রিকা | ২৫৫ | ২ | ইংল্যান্ড | ২ জানুয়ারি ২০০০ | জয় |
৪৭ | ১১২ | ড্যারিল কালিনান (৪/৪) | দক্ষিণ আফ্রিকা | ২৩২ | ২ | শ্রীলঙ্কা | ২ জানুয়ারি ২০০১ | জয় |
৪৮ | ১৩৮* | অ্যাডাম গিলক্রিস্ট | অস্ট্রেলিয়া | ১০৮ | ২ | দক্ষিণ আফ্রিকা | ৮ মার্চ ২০০২ | জয় |
৪৯ | ১০০* | রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ১৬০ | ৪ | দক্ষিণ আফ্রিকা | ৮ মার্চ ২০০২ | জয় |
৫০ | ১৫১ | গ্রেইম স্মিথ (১/৪) | দক্ষিণ আফ্রিকা | ২১৬ | ১ | পাকিস্তান | ২ জানুয়ারি ২০০৩ | জয় |
৫১ | ২২৮ | হার্শেল গিবস (১/২) | দক্ষিণ আফ্রিকা | ২৪০ | ১ | পাকিস্তান | ২ জানুয়ারি ২০০৩ | জয় |
৫২ | ১৩৫ | তৌফিক উমর | পাকিস্তান | ২৫৪ | ২ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ২০০৩ | পরাজয় |
৫৩ | ১০১ | জ্যাক রুডল্ফ | দক্ষিণ আফ্রিকা | ২১৫ | ১ | ওয়েস্ট ইন্ডিজ | ২ জানুয়ারি ২০০৪ | ড্র |
৫৪ | ১২২* | মার্ক বাউচার | দক্ষিণ আফ্রিকা | ১৭৩ | ১ | ওয়েস্ট ইন্ডিজ | ২ জানুয়ারি ২০০৪ | ড্র |
৫৫ | ১১৬ | ক্রিস গেইল | ওয়েস্ট ইন্ডিজ | ১২০ | ২ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ২০০৪ | ড্র |
৫৬ | ১১৫ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | ২৩৮ | ২ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ২০০৪ | ড্র |
৫৭ | ১৪২ | হার্শেল গিবস (২/২) | দক্ষিণ আফ্রিকা | ২২৩ | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | ২ জানুয়ারি ২০০৪ | ড্র |
৫৮ | ১৩০* | জ্যাক ক্যালিস (৩/৯) | দক্ষিণ আফ্রিকা | ১৯১ | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | ২ জানুয়ারি ২০০৪ | ড্র |
৫৯ | ১০৫* | ডোয়াইন স্মিথ | ওয়েস্ট ইন্ডিজ | ১০৫ | ৪ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ২০০৪ | ড্র |
৬০ | ১৪৯ | জ্যাক ক্যালিস (৪/৯) | দক্ষিণ আফ্রিকা | ৩৩৪ | ১ | ইংল্যান্ড | ২ জানুয়ারি ২০০৫ | জয় |
৬১ | ১২১ | গ্রেইম স্মিথ (২/৪) | দক্ষিণ আফ্রিকা | ১০৭ | ২ | জিম্বাবুয়ে | ৪ মার্চ ২০০৫ | জয় |
৬২ | ২৬২ | স্টিফেন ফ্লেমিং | নিউজিল্যান্ড | ৪২৩ | ১ | দক্ষিণ আফ্রিকা | ২৭ এপ্রিল ২০০৬ | ড্র |
৬৩ | ১২২* | জেমস ফ্রাঙ্কলিন | নিউজিল্যান্ড | ২৬৮ | ১ | দক্ষিণ আফ্রিকা | ২৭ এপ্রিল ২০০৬ | ড্র |
৬৪ | ১৪৯ | হাশিম আমলা (১/২) | দক্ষিণ আফ্রিকা | ৩১৭ | ২ | নিউজিল্যান্ড | ২৭ এপ্রিল ২০০৬ | ড্র |
৬৫ | ১০৮* | অ্যাশওয়েল প্রিন্স (১/২) | দক্ষিণ আফ্রিকা | ২৮৬ | ২ | নিউজিল্যান্ড | ২৭ এপ্রিল ২০০৬ | ড্র |
৬৬ | ১১৬ | ওয়াসিম জাফর | ভারত | ২৪৪ | ১ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ২০০৭ | পরাজয় |
৬৭ | ১৫০ | অ্যাশওয়েল প্রিন্স (২/২) | দক্ষিণ আফ্রিকা | ২৪৯ | ২ | অস্ট্রেলিয়া | ১৯ মার্চ ২০০৯ | জয় |
৬৮ | ১০২ | জ্যাক ক্যালিস (৫/৯) | দক্ষিণ আফ্রিকা | ১৬৩ | ২ | অস্ট্রেলিয়া | ১৯ মার্চ ২০০৯ | জয় |
৬৯ | ১৬৩ | এবি ডি ভিলিয়ার্স (১/২) | দক্ষিণ আফ্রিকা | ১৯৬ | ২ | অস্ট্রেলিয়া | ১৯ মার্চ ২০০৯ | জয় |
৭০ | ১২৩* | মিচেল জনসন | অস্ট্রেলিয়া | ১০৩ | ৩ | দক্ষিণ আফ্রিকা | ১৯ মার্চ ২০০৯ | পরাজয় |
৭১ | ১০৮ | জ্যাক ক্যালিস (৬/৯) | দক্ষিণ আফ্রিকা | ১৮৯ | ১ | ইংল্যান্ড | ৩ জানুয়ারি ২০১০ | ড্র |
৭২ | ১৮৩ | গ্রেইম স্মিথ (৩/৪) | দক্ষিণ আফ্রিকা | ২৭৩ | ৩ | ইংল্যান্ড | ৩ জানুয়ারি ২০১০ | ড্র |
৭৩ | ১৬১ | জ্যাক ক্যালিস (৭/৯) | দক্ষিণ আফ্রিকা | ২৯১ | ১ | ভারত | ২ জানুয়ারি ২০১১ | ড্র |
৭৪ | ১৪৬ | শচীন তেন্ডুলকর (২/২) | ভারত | ৩১৪ | ২ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ২০১১ | ড্র |
৭৫ | ১০৯* | জ্যাক ক্যালিস (৮/৯) | দক্ষিণ আফ্রিকা | ২৪০ | ৩ | ভারত | ২ জানুয়ারি ২০১১ | ড্র |
৭৬ | ১৫১ | মাইকেল ক্লার্ক | অস্ট্রেলিয়া | ১৭৬ | ১ | দক্ষিণ আফ্রিকা | ৯ নভেম্বর ২০১১ | পরাজয় |
৭৭ | ১০১* | গ্রেইম স্মিথ (৪/৪) | দক্ষিণ আফ্রিকা | ১৪০ | ৪ | অস্ট্রেলিয়া | ৯ নভেম্বর ২০১১ | জয় |
৭৮ | ১১২ | হাশিম আমলা (২/২) | দক্ষিণ আফ্রিকা | ১৩৪ | ৪ | অস্ট্রেলিয়া | ৯ নভেম্বর ২০১১ | জয় |
৭৯ | ১০৯ | আলভিরো পিটারসন (১/২) | দক্ষিণ আফ্রিকা | ১৮৮ | ১ | শ্রীলঙ্কা | ৩ জানুয়ারি ২০১২ | জয় |
৮০ | ২২৪ | জ্যাক ক্যালিস (৮/৯) | দক্ষিণ আফ্রিকা | ৩২৫ | ১ | শ্রীলঙ্কা | ৩ জানুয়ারি ২০১২ | জয় |
৮১ | ১৬০* | এবি ডি ভিলিয়ার্স (২/২) | দক্ষিণ আফ্রিকা | ২০৫ | ১ | শ্রীলঙ্কা | ৩ জানুয়ারি ২০১২ | জয় |
৮২ | ১১৫* | থিলান সামারাবীরা | শ্রীলঙ্কা | ২১৫ | ৩ | দক্ষিণ আফ্রিকা | ৩ জানুয়ারি ২০১২ | পরাজয় |
৮৩ | ১০৬ | আলভিরো পিটারসন (২/২) | দক্ষিণ আফ্রিকা | ১৭৬ | ২ | নিউজিল্যান্ড | ২ জানুয়ারি ২০১৩ | জয় |
৮৪ | ১০৯ | ডিন ব্রাউনলি | নিউজিল্যান্ড | ১৮৬ | ৩ | দক্ষিণ আফ্রিকা | ২ জানুয়ারি ২০১৩ | পরাজয় |
৮৫ | ১১১ | ইউনুস খান | পাকিস্তান | ২২৬ | ১ | দক্ষিণ আফ্রিকা | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ | পরাজয় |
৮৬ | ১১১ | আসাদ শফিক | পাকিস্তান | ২৩০ | ১ | দক্ষিণ আফ্রিকা | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ | পরাজয় |
৮৭ | ১৩৫ | ডেভিড ওয়ার্নার | অস্ট্রেলিয়া | ১৫২ | ১ | দক্ষিণ আফ্রিকা | ১ মার্চ ২০১৪ | চলমান |
৮৮ | ১৬১* | মাইকেল ক্লার্ক | অস্ট্রেলিয়া | ৩০১ | ১ | দক্ষিণ আফ্রিকা | ১ মার্চ ২০১৪ | চলমান |
ওডিআই সেঞ্চুরি
সম্পাদনানিম্নবর্ণিত তালিকায় নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে সংঘটিত একদিনের আন্তর্জাতিকের সেঞ্চুরিগুলো তুলে ধরা হয়েছে (৪ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত):[৫]
নং | রান সংখ্যা | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ দল | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১০৩ | রজার টোজ | নিউজিল্যান্ড | ১১৫ | ১ | দক্ষিণ আফ্রিকা | ৪ নভেম্বর ২০০০ | পরাজয় |
২ | ১২৪ | গ্যারি কার্স্টেন | দক্ষিণ আফ্রিকা | ১৩০ | ১ | কেনিয়া | ২২ অক্টোবর ২০০১ | জয় |
৩ | ১৩১* | নিল ম্যাকেঞ্জি | দক্ষিণ আফ্রিকা | ১২১ | ১ | কেনিয়া | ২২ অক্টোবর ২০০১ | জয় |
৪ | ১১৬ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | ১৩৪ | ১ | দক্ষিণ আফ্রিকা | ৯ ফেব্রুয়ারি ২০০৩ | জয় |
৫ | ১০৭* | সৌরভ গঙ্গোপাধ্যায় | ভারত | ১২০ | ২ | কেনিয়া | ৭ মার্চ ২০০৩ | জয় |
৬ | ১০৯* | জ্যাক ক্যালিস | দক্ষিণ আফ্রিকা | ৯৪ | ১ | ওয়েস্ট ইন্ডিজ | ২৫ জানুয়ারি ২০০৪ | জয় |
৭ | ১০০ | হার্শেল গিবস (১/২) | দক্ষিণ আফ্রিকা | ১১৫ | ১ | ইংল্যান্ড | ৬ ফেব্রুয়ারি ২০০৫ | জয় |
৮ | ১০০* | জাস্টিন ক্যাম্প | দক্ষিণ আফ্রিকা | ৮৯ | ১ | ভারত | ২৬ নভেম্বর ২০০৬ | জয় |
৯ | ১১৯ | হার্শেল গিবস (২/২) | দক্ষিণ আফ্রিকা | ১০১ | ২ | নিউজিল্যান্ড | ২ ডিসেম্বর ২০০৭ | জয় |
১০ | ১২১ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ৮৫ | ১ | ইংল্যান্ড | ২৭ নভেম্বর ২০০৯ | জয় |
মহিলাদের টেস্ট সেঞ্চুরি
সম্পাদনানিম্নবর্ণিত তালিকায় নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে সংঘটিত মহিলাদের টেস্ট সেঞ্চুরিগুলো তুলে ধরা হয়েছে (৪ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত):[১১]
নং | রান সংখ্যা | খেলোয়াড় | দল | বল | ইনিংস | প্রতিপক্ষ দল | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ১০৫* | ভন ভ্যান ম্যাঞ্জ | দক্ষিণ আফ্রিকা | রেকর্ড নেই | ২ | ইংল্যান্ড | ১৩ জানুয়ারি ১৯৬১ | ড্র |
২ | ১১৭* | ট্রিশ ম্যাককেলভে | নিউজিল্যান্ড | রেকর্ড নেই | ৩ | দক্ষিণ আফ্রিকা | ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ | ড্র |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Newlands — Cricinfo profile"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১০।
- ↑ "Statsguru: Newlands, Cape Town / Test matches / Match result list"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১০।
- ↑ "Statsguru: Newlands, Cape Town / One-Day Internationals matches / Match result list"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১০।
- ↑ ক খ "Statsguru: Test matches / Batting records / Innings by innings list"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১০।
- ↑ ক খ "Statsguru: One-Day Internationals / Batting records / Innings by innings list"। Cricinfo। ESPN। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১০।
- ↑ "Statsguru: Test matches / Batting records / Innings by innings list / Match result : Won"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "Statsguru: One Day International matches / Batting records / Innings by innings list / Match result : Won"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "Statsguru: Test matches / Batting records / Innings by innings list / Match result : Lost"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "Statsguru: One Day International matches / Batting records / Innings by innings list / Match result : Lost"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "Statsguru: Test matches / Batting records / Innings by innings list / Match result : Drawn"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১।
- ↑ "Statistics / Statsguru / Women's Test matches / Batting records"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১০।