নারায়ণপুর ইউনিয়ন, চৌগাছা

যশোর জেলার চৌগাছা উপজেলার একটি ইউনিয়ন

নারায়নপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]

নারায়নপুর ইউনিয়ন
ইউনিয়ন
নারায়নপুর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাচৌগাছা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৭৪.৪১ বর্গকিমি (২৮.৭৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২২,০৩৭
 • জনঘনত্ব৩০০/বর্গকিমি (৭৭০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী নারায়নপুর জেলা সদর হতে প্রায় ৩০ কিলোমিটার এবং উপজেলা সদর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে নারায়নপুর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। এর উত্তর দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন, দক্ষিণে স্বরুপদাহ ইউনিয়ন,পুর্বে হাকিমপুর ইউনিয়ন, পাতিবিলা ইউনিয়ন ও পশ্চিমে মহেশপুর উপজেলার মান্দার বাড়িয়া ইউনিয়ন। ইউনিয়নটি ১৬টি গ্রাম এবং ১৩টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।

গ্রাম সম্পাদনা

চৌগাছা ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে।

  1. চাদপাড়া
  2. কাদবিলা
  3. গুয়াতলী
  4. মান্দারতলা পাড়া
  5. হোগলডাঙ্গা
  6. মাঙ্গীরপাড়া
  7. বড়খানপুর
  8. কিসমত খানপুর
  9. বুন্দলীতলা
  10. বাটিকামারী
  11. বাদেখানপুর
  12. ভগবানপুর
  13. ইলিশমারি
  14. নারায়নপুর
  15. পেটভরা
  16. হাজরাখানা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নারায়নপুর ইউনিয়ন"narayanpurup10.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭