নারায়ণগঞ্জ শুকতারা সংসদ

বাংলাদেশের ফুটবল ক্লাব

নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ স্পোর্টিং ক্লাব ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি ফুটবল ক্লাব[][][]। ক্লাবটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইসদাইর মহল্লায় ওসমানী পৌর স্টেডিয়ামের পাশে অবস্থিত। ক্লাবটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম বড় ক্লাব এবং জেলা ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠিত শক্তি[]। পেশাদার ফুটবল লিগে নারায়ণগঞ্জ থেকে খেলা প্রথম ও একমাত্র ক্লাব। সর্বশেষ ২০০৮ সাল সহ বেশ কয়েকবার নারারণগঞ্জ ফুটবল লিগের শিরোপা জিতে ক্লাবটি[]

নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ স্পোর্টিং ক্লাব
পূর্ণ নামনারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ স্পোর্টিং ক্লাব
ডাকনামশুকতারা ক্লাব
প্রতিষ্ঠিত১৫ এপ্রিল, ১৯৭৪
মাঠনারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়াম
লিগবাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)
২০০৯-১০১২তম

অঙ্গ সংগঠন

সম্পাদনা

এই ক্লাবটির বেশ কয়েকটি অঙ্গ সংগঠন বা অধীনস্থ ক্লাব রয়েছে[]। এই অধীনস্থ ক্লাব গুলি হচ্ছে-

  1. ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত শুকতারা জুনিয়র ক্রীড়া চক্র
  2. ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত মাজেদ বাবুল স্মৃতি একাদশ, এবং
  3. ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত শাহীন স্পোর্টিং ক্লাব

প্রশিক্ষণ কেন্দ্র

সম্পাদনা

২০০৬ সালে ক্লাবটি যুব ও কিশোর ফুটবলার তৈরির জন্য দি নিউ জেনারেশন শুকতারা ট্রেনিং সেন্টার চালু করে[][]

পেশাদার লিগে অংশ গ্রহণের ইতিহাস

সম্পাদনা

২০০৯ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) ঢাকার বাইরের জেলা ফুটবল লিগ চ্যাম্পিয়নদের নিয়ে বসুন্ধরা ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে। ঐ প্রতিযোগিতায় শুকতারা ক্লাব শিরোপা জিতে[][]। ফলশ্রুতি অনুযায়ী বাফুফে ক্লাবটিকে ২০০৯-১০ মৌসুমে প্রথম বারের মত পেশাদার ফুটবল দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এ অংশগ্রহণের সুযোগ দেয়[]। ১৩ দলের আসরে ক্লাবটি ২০টি ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় পায় এবং ১২তম হয়ে নিচের স্তরের লিগে অবনমিত হয়। আর্থিক দুর্বলতার কারণে দ্বিতীয় স্তরের পেশাদার লিগে ক্লাবটি অদ্যাবধি অংশগ্রহণ করেনি[][]

স্বাগতিক মাঠ

সম্পাদনা

ওসমানী পৌর স্টেডিয়াম এই ক্লাবের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়[১০][১১]। এই ভেন্যুতে ক্লাবটি স্বাগতিক হিসেবে বাংলাদেশ পেশাদার ফুটবল লিগের তৃতীয় মৌসুমে- 'সিটিসেল বাংলাদেশ লিগ ২০০৯-২০১০' এ ১২টি ম্যাচ খেলে।

প্রতিদ্বন্দ্বী ক্লাব

সম্পাদনা

নারায়ণগঞ্জ মহসিন ক্লাব, শুকতারার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্লাব হিসেবে বিবেচিত হয়[১২]। মহসিন ক্লাবের সঙ্গে শুকতারার ফুটবল ম্যাচ থাকলে গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি হওয়ার নজির রয়েছে।[]

বসুন্ধরা ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ

  • বিজয়ীঃ ২০০৯[]

নারায়ণগঞ্জ প্রথম বিভাগ ফুটবল লিগ

  • বিজয়ীঃ২০০৮[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নিজেদের সম্পদেই দল গড়ল শুকতারা"www.prothom-alo.com। ২০২০-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০ 
  2. "সুন্দর নৈপুণ্যের মাঝে শুকতারার ঠিকানা -মো. শিবলী বাকী সুমন"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "না.গঞ্জে ক্রীড়া অঙ্গণে অবদানে শুকতারা যুব সংসদ স্পোর্টিং ক্লাব"NewsNarayanganj24.net। ২০২০-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  4. "যত ক্লাব | কালের কণ্ঠ"Kalerkantho। ২০২০-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  5. "Shuktara Club Cup champs"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৬-২৩। ২০২০-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  6. "Shuktara clinch Club Cup"bdnews24.com। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  7. Welle (www.dw.com), Deutsche। "বাংলাদেশে ১৩ দলের বি লিগ | DW | 14.07.2009"DW.COM। ২০২০-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  8. jugantor.com। "শাস্তি তুলে ক্লাবগুলোকে বাফুফের কাউন্সিলরশিপ উপহার! | খেলা | Jugantor"jugantor.com। ২০২০-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  9. "দ্বিতীয় ধাপে খেলবে না শুকতারা"banglanews24.com। ২০১৯-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৫ 
  10. "Print নারায়ণগঞ্জ স্টেডিয়াম পরিদর্শন বাফুফে প্রতিনিধি দলের"banglanews24.com। ২০১৯-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০ 
  11. "Prothom Alo | Most popular bangla daily newspaper"archive.prothom-alo.com। ২০২০-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫ 
  12. "শুকতারা জুনিয়র ও মহসিন ক্লাব কেউ হারেনি"NewsNarayanganj24.net। ২০২০-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫