নায়ক (দ্ব্যর্থতা নিরসন)
উইকিমিডিয়ার দ্ব্যর্থতা নিরসন পাতা
নায়ক বলতে সাধারণত দৃশ্যশিল্পের কেন্দ্রীয় পুরুষ চরিত্রকে বুঝিয়ে থাকে।
জাতিগোষ্ঠী
সম্পাদনা- নায়ক (বর্ণ) - ভারতীয় সম্প্রদায়।
চলচ্চিত্র
সম্পাদনা- নায়ক (১৯৬৬-এর চলচ্চিত্র) - সত্যজিৎ রায় পরিচালিত ১৯৬৬ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র।
- নায়ক (২০০১-এর অসমীয়া চলচ্চিত্র) - মুনিন বড়ুয়া পরিচালিত ২০০১ সালের ভারতীয় অসমীয়া চলচ্চিত্র।
- নায়ক: দ্য রিয়্যাল হিরো - এস শঙ্কর পরিচালিত ২০০১ সালেরর ভারতীয় হিন্দি চলচ্চিত্র।
- নায়ক (২০১৩-এর চলচ্চিত্র) - ভি ভি বিনায়ক পরিচালিত ২০১৩ সালের ভারতীয় তেলুগু চলচ্চিত্র।
- নায়ক (২০১৮-এর চলচ্চিত্র) - ইস্পাহানী-আরিফ জাহান পরিচালিত ২০১৮ সালের বাংলাদেশী চলচ্চিত্র।
- নায়ক (২০১৯-এর চলচ্চিত্র) - রমন মুগিলি পরিচালিত ২০১৯ সালের ভারতীয় ভোজপুরি চলচ্চিত্র।
আরও দেখুন
সম্পাদনা- নায়েক (দ্ব্যর্থতা নিরসন)
- খলনায়ক (১৯৯৩-এর চলচ্চিত্র) - সুভাষ ঘাই পরিচালিত ১৯৯৩ সালের ভারতীয় হিন্দি চলচ্চিত্র।
- খলনায়ক (১৯৯৬-এর চলচ্চিত্র) - মনতাজুর রহমান আকবর পরিচালিত ১৯৯৬ সালের বাংলাদেশী চলচ্চিত্র।