নাম-ম্খা'-দ্পাল-ব্জাং (ঙ্গোরছেন)
নাম-ম্খা'-দ্পাল-ব্জাং (ওয়াইলি: nam mkha' dpal bzang) (১৫৩২-১৬০২) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ত্রয়োদশ প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনানাম-ম্খা'-দ্পাল-ব্জাংয়ের পিতা 'ত্শো-ম্দ্জাদ-কুন-দ্গা'-দোন-'গ্রুব (ওয়াইলি: 'tsho mdzad kun dga' don 'grub) ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক। তার মাতার নাম ছিল ল্হা-মো-বু-'দ্রেন (ওয়াইলি: lha mo bu 'dren)। জন্মের সময় তার নাম রাখা হল ছোস-স্ক্যোং-দ্পাল-'ব্যোর (ওয়াইলি: chos skyong dpal 'byor)। তেরো বছর বয়সে তিনি নাম-ম্খা'-সাংস-র্গ্যাস (ওয়াইলি: nam mkha sangs rgyas) নামক মুস-ছেন-সাংস-র্গ্যাস-রিন-ছেন নামক অষ্টম ঙ্গোর-ছেনের শিষ্যের নিকট দীক্ষালাভ করেন। ষোল বছর বয়সে ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারে দ্কোন-ম্ছোগ-ল্হুন-গ্রুব নামক দশম ঙ্গোর-ছেন ও সাংস-র্গ্যাস-সেং-গে নামক একাদশ ঙ্গোর-ছেনের নিকট শিক্ষার্থীর শপথ এবং সাতাশ বছর বয়সে সাংস-র্গ্যাস-সেং-গের নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন সাংস-র্গ্যাস-সেং-গে, ঙ্গাগ-দ্বাং-কুন-রিগ (ওয়াইলি: ngag dbang kun rig), গ্ন্যান-ছেন-গ্রাগ্স-পা-ব্লো-গ্রোস (ওয়াইলি: gnyan chen grags pa blo gros), ছোস-র্জে-ব্লো-গ্রোস-গ্রাগ্স-পা (ওয়াইলি: chos rje blo gros grags pa), রিন-ছেন-ব্ক্রা-শিস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: crin chen bkra shis rgyal mtshan), ম্ঙ্গা'-রিস-ব্লো-গ্রোস-ব্জাং-পো (ওয়াইলি: mnga ris blo gros bzang po) প্রভৃতি। ১৫৭৯ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের ত্রয়োদশ প্রধান হিসেবে নির্বাচিত হন এবং পাঁচ বছর ওই পদে থাকেন। ১৫৯০ খ্রিষ্টাব্দে তিনি পুনরায় ঐ পদে নির্বাচিত হন। তার অন্যতম উল্লেখযোগ্য শিষ্য ছিলেন কুন-দ্গা'-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব নামক পঞ্চদশ ঙ্গোর-ছেন এবং গ্রাগ্স-পা-ব্লো-গ্রোস নামক পঁচিশতম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Namgyal, Tsering (2012-07)। "The Thirteenth Ngor Khenchen, Drangti Paṇchen Namkha Pelzang"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-03। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
পূর্বসূরী দ্কোন-ম্ছোগ-দ্পাল-ল্দান |
নাম-ম্খা'-দ্পাল-ব্জাং ত্রয়োদশ ঙ্গোর-ছেন |
উত্তরসূরী ব্যাম্স-পা-কুন-দ্গা'-ব্ক্রা-শিস |